জলপাইগুড়িঃ-
মাছের বদলে জালে উঠল আস্ত অজগর। ঘটনায় হৈ হৈ পড়ল জলপাইগুড়ির কৃষকভিটা গ্রামে।
এই বর্ষার মরশুমে কৃষি জমিতে জল জমে থাকে। তাই মাছ পড়ার আশায় সেই জলে অনেকেই জাল পেতে রাখেন। সেই রকমই স্থানীয় এক কৃষক জমিতে মাছ ধরার জাল রেখেছিলেন। এদিন সকালে দেখা যায় সেই জালেই আটকে রয়েছে বিশাল অজগর। আর এই খবর গ্রামে চাউর হতেই গোটা কৃষকভিটা গ্রাম জুড়ে হৈচৈ পড়ে যায়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত এলাকায় ছুটে যায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
মাছ ধরার জালে আটকে থাকা প্রায় ছয় ফুট লম্বা অজগর টিকে উদ্ধার করেন তারা।
ঘটনা প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অংকুর দাস জানান, জঙ্গলের বাস্তু তন্ত্র আজ অনেকটাই ক্ষতিগ্রস্ত, যার ফলে মাঝে মধ্যেই এমন দৃশ্য চোখে পরছে।