রক্ষনাবেক্ষনের অভাব! বালুরঘাটে কোটি টাকা ব্যয়ে নির্মিত যাত্রী প্রতীক্ষালয়গুলি আজ ভগ্নদশায় পরিনত

0
258
রক্ষনাবেক্ষনের অভাব! বালুরঘাটে কোটি টাকা ব্যয়ে  নির্মিত যাত্রী প্রতীক্ষালয়গুলি আজ ভগ্নদশায় পরিনত, উদাসীনতার অভিযোগ পুরসভার বিরুদ্ধে 



পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৬ জুলাই––– শহর জুড়ে যাত্রী প্রতিক্ষালয়গুলির বেহাল অবস্থা। কোথাও মাটিতে গড়াগড়ি খাচ্ছে চেয়ার, কোথাও আবার গায়েব হয়ে গিয়েছে বসবার চেয়ার। কোথাও কোথাও আবার ঝুলছে ইলেকট্রিকের তার। যার মধ্যে অনেকে জীবনের ঝুঁকি নিয়েই ব্যবহার করছে যাত্রী প্রতীক্ষালয় টি। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত যাত্রী প্রতীক্ষালয়গুলির বেহাল দশা ঘোচাতে কেন নজর নেই পুরপ্রশাসনের?  তা নিয়েই প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। বালুরঘাট শহরজুড়ে পৌরসভার এমন উদাসীনতা দেখে মুচকি হেসেছেন বাইরে থেকে আসা মানুষজনেরাও। 
উল্লেখ্য , বিগত কয়েক বছর আগে শহর সৌন্দর্যায়নের লক্ষ্যে থানামোড় থেকে ট্যাঙ্কমোড় পর্যন্ত বিভিন্ন এলাকায় যাত্রী প্রতিক্ষালয় তৈরি করে বালুরঘাট পুরসভা কতৃপক্ষ। ৪৮টি যাত্রী প্রতিক্ষালয় তৈরীতে প্রায় খরচ হয় কোটি টাকা । উপযুক্ত দেখভালের অভাবে ঝাঁ চকচকে চেয়ার বসানো প্রতিক্ষালয়গুলি বর্তমানে আজ আবর্জনার স্তুপে পরিনত হয়েছে ।  দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে কোথাও মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আবার কোথাও ইট দিয়ে আটকে রাখা হয়েছে যাত্রী প্রতীক্ষালয়ের বসবার চেয়ারগুলি। যা থেকে যেকোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটবারও সম্ভাবনা রয়েছে। আর এসবকে ঘিরে পুরসভার উদাসীনতা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শহরের বাসিন্দারা।
 বীরেন হাসদা নামে হুগলির এক বাসিন্দা বলেন, বালুরঘাটে এ কাজে এসেছেন। বসবার জায়গা না পেয়ে ভাঙা এই প্রতীক্ষালয়ের চেয়ারেই কিছুটা ব্যালেন্স করে বসেছেন। এখানকার পুরসভার এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখা উচিত।
যদিও পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন,  অতিদ্রুত স্থায়ী ভাবে চেয়ার বসানোর প্রক্রিয়া শুরু করা হচ্ছে যাত্রী প্রতীক্ষালয় গুলিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here