ডেঙ্গুর বাড়বাড়ন্ত শুরু হয়েছে জলপাইগুড়ির মেটেলি ব্লকে। ব্লক স্বাস্থ্যদফতর সূত্রে জানা গিয়েছে, গত দুইমাসে এই ব্লকে মোট ১৯ জন আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে।

0
183

জলপাইগুড়িঃ-ডেঙ্গুর বাড়বাড়ন্ত শুরু হয়েছে জলপাইগুড়ির মেটেলি ব্লকে। ব্লক স্বাস্থ্যদফতর সূত্রে জানা গিয়েছে, গত দুইমাসে এই ব্লকে মোট ১৯  জন আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। এরমধ্যে চিলৌনি চাবাগানে পাঁচজনের দেহে ডেঙ্গুর জীবাণু  ধরা পড়েছে।  বহু বাড়িতে  ডেঙ্গুর উপসর্গ নিয়ে জ্বর দেখা যাচ্ছে। তবে ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, ডেঙ্গু বাড়বাড়ন্ত রুখতে ব্লক স্বাস্থ দফতর যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।স্বাস্থ্য দফতরের টিম আক্রান্ত এলাকাগুলিতে যাচ্ছে নিয়মিত। ব্লক স্বাস্থ্য দফতরের তিনটি দল শুধুমাত্র চিলৌনি চা বাগানেই সার্ভে করছে এবং চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিচ্ছে। এলাকায় জমে থাকা জল ফেলে দেওয়া, মশা মারার ওষুধ স্প্রে করার কাজ চলছে। বাসিন্দারা যাতে নিয়মিত মশারি ব্যবহার করেন এবং রোগের চিকিৎসা করান তার জন্যও বাড়িবাড়ি গিয়ে পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। যাদের জ্বর ধরা পড়ছে তাদের রক্ত পরিক্ষা সহ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।মেটেলি ব্লক স্বাস্থ দফতরের তরফে জানানো হয়েছে, প্রায় প্রতিদিনই মেটেলি ব্লকের বিভিন্ন জায়গায় মেডিকেল টিম যাচ্ছে। উদবেগের কছু নেই।পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য তৈরি আছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here