মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হল ২জন

0
574

গঙ্গারামপুর ২৮ জুলাই : মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ কুমারগঞ্জ থানার জায়গা থেকে দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জড়িত আছে সে বিষয়টি জানতে সাত দিনে পুলিশ হেফাজত হচ্ছে পুলিশ আদালতে পাঠিয়েছে।গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন সামিম আকতার (২১) ও মোস্তাফিজুর সরকার (২০)। তাদের বাড়ি কুমারগঞ্জ থানা এলাকায় পৃথক দুটি জায়গা। এদিন ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতে চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশি সূত্রে খবর গঙ্গারামপুর ব্লকের পুলিন্দা এলাকার রঞ্জন রায় নামে এক ব্যক্তি গতবছর আগষ্ট মাসে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে করেন। অভিযোগ বাজার থেকে বাড়ি ফেরার পথে দুস্কৃতীরা তাঁর মোবাইল ছিনতাই করে চম্পট দেয়। ঘটনায় জখম হয় রঞ্জন।ছিনতাইয়ের অভিযোগ পাবার পর তদন্তে নামে গঙ্গারামপুর থানার পুলিশ। প্রায় এক বছরের মাথায় গতকাল রাতে গঙ্গারামপুর থানার পুলিশ কুমারগঞ্জ থানার পুলিশের সাহায্যে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সাতদিনের হেফাজতে চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ নিজেদের আদালতে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here