পতিরাম ও গঙ্গারামপুরে শিবের মাথায় জল ঢালতে যাবার জন্য বিভিন্ন দোকানগুলিতে গেরুয়া পোশাক কিনতে ভিড় করছেন শিব ভক্তরা
শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর ,৩১ শে জুলাই, দক্ষিণ দিনাজপুর:————– শিবের মাথায় জল ঢালতে যাবার জন্য গেরুয়া পোশাক কিনতে ভিড় করছেন শিব ভক্তরা।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে বিভিন্ন দোকানগুলিতে
শিব ভক্তরা সেই পোশাক কিনতে ভিড় করছেন।কোভিদ ১৯এর সময় পার হতেই শিব ভক্তরা ১০০/১৫০ টাকা দামের মধ্যে বিভিন্ন ধরনের গেরুয়া পোশাকগুলো কিনছিল। ভক্তরা জানালেন,তারা পতিরাম ও শিববাড়ি ধামে যাবেন।পোশাক বিক্রেতা দোকানদার জানালেন, বেচাকেনা ভালোই হচ্ছে ।
শ্রাবণ মাসের প্রতি সোমবারে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার পতিরাম শিব মন্দির ধাম ও গঙ্গারামপুরের শিব মন্দির বানেশ্বর ধামে শিবের মাথায় জল ঢালতে যান একাধিক ভক্তরা। সকাল হতেই শিবের শিকার লাগানো গেরুয়া পোশাক কিনতে দোকানগুলিতে ভিড় করেছিলেন গঙ্গারামপুর শহরে বিভিন্ন এলাকার যুবকেরা। ১০০/১৫০টাকার মধ্যে বিভিন্ন ধরনের পোশাক বিক্রি করছেন দোকানদারেরা। সেই পোশাক পরে শিব ভক্তরা পুনরভ হওয়া এবং নদীঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে পতিরাম ও শিববাড়ি বানেশ্বর ধামে গিয়ে শিবের মাথায় জল ঢালেন মঙ্গল কামনায় জন্য।
পোশাক কিনতে আসা দুই শিব ভক্ত জানালেন, করোনা বিধি চলে যাওয়ার পরেই এবছর বাবার মাথায় জল ঢালার জন্য পোশাক কিনছি।পতিরাম ও শিববাড়িতে যাব।
দোকানদারেরা জানালো, অন্য বারের তুলনায় এবার গেরুয়া পোশাক ভালোই বিক্রি হচ্ছে। আগামী যে বাকি দুই সপ্তাহ রয়েছে,তখনও বেচাকেনা ভালো হবে বলে আমরা মনে করছি।
যেদিন রবিবার রাতে সেই পোশাক পরে ভক্তদের পতিরাম ধাম ও শিব বাড়িতে পায়ে হেটে যেতে দেখা যায়।