প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ নিয়ে তরজা বালুরঘাটে, জনগণের ট্যাক্সের টাকা হরিলুট করে নাটক করছে পুরসভা অভিযোগ বিজেপির, নালিশ মহকুমাশাসককে
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ আগষ্ট ————- প্লাস্টিক ক্যারিবাগ বন্ধ নিয়ে তরজা বালুরঘাটে। জনগণের ট্যাক্সের লক্ষ লক্ষ টাকা খরচ করে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধের নাটক করছে পৌরসভা, অভিযোগ বিজেপির। ক্যারিব্যাগ বন্ধ নিয়ে পৌরসভার হরিরলুটের অভিযোগ তুলে বৃহস্পতিবার মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা সুমন বর্মন। এদিকে ক্যারিব্যাগ বন্ধ নিয়ে ধড়-পাকড় শুরু করতে প্রায় একমাস পর মাঠে নেমেছে বালুরঘাট পৌরসভা। যার বিরুদ্ধেই ক্ষোভ উগড়েছেন অনেকে।
পয়লা জুলাই থেকে দেশজুড়ে নিষিদ্ধ হয়েছে প্ল্যাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার। সেই হিসেবে বালুরঘাট পৌরসভাও প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে প্রচারে নামে রাস্তায়। নানা হোর্ডিং ও ফ্লেক্সে মুড়ে দেওয়া হয় শহর। চলে মাইকিং ও মিছিল করে সাধারণ মানুষকে সচেতন করবার কাজও। পয়লা জুলাই থেকে শহরজুড়ে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ নিয়ে নানা বিধিনিষেধ জারি করে আচকমাই যেন বেপাত্তা হয়ে যায় বালুরঘাট পুরসভা কতৃপক্ষ। বিগত এক মাস যাবত কোথাও তেমন ধরপাকড় এবং অভিযান লক্ষ্য করা যায়নি পুরসভা কতৃপক্ষের তরফে। আর এরই সুযোগ নিয়ে ফের বালুরঘাট শহরজুড়ে শুরু হয় রমরমা প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার। যার বিরুদ্ধেই সরব হয়েছেন বালুরঘাটের এক বিজেপি নেতা। তার অভিযোগ প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ নিয়ে জনগনের ট্যাক্সের লক্ষ লক্ষ টাকা হরিরলুট করে নাটক করছে পুরসভা। প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ নিয়ে শহরে তাদের নেই কোন অভিযান, নেই কোন ধড়-পাকড়। আর যার কারনে গোটা শহর ইতিমধ্যে ছেয়ে গিয়েছে প্লাস্টিক ক্যারিব্যাগে। শুধুমাত্র জনগনের ট্যাক্সের লক্ষ লক্ষ টাকা ফেক্স, হোর্ডিং লাগিয়ে প্রচারের নামে অপচয় করছে তারা। যা লিখিত আকারে এদিন মহকুমাশাসককে জানিয়েছেন ওই বিজেপি নেতা।
বিজেপি নেতা সুমন বর্মন বলেন, প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধের নামে নাটক করছে পুরসভা। জনগনের ট্যাক্সের টাকায় হরিরলুট চলছে। শহরে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ তো দুরের কথা উলটে যেন বেড়ে গিয়েছে।
বালুরঘাট পুরসভার এক্সিকিউটিভ অফিসার অভিজিৎ বসু অবশ্য জানিয়েছেন, প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত শহর গড়তে তারা বদ্ধ পরিকর। পুলিশকে নিয়ে তারা অভিযান চালিয়ে বহু প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করেছেন এবং বেশ কয়েকজনকে জরিমানাও করেছেন।