বেপরোয়া টোটোর গতি বালুরঘাটে, কুকুর সামনে আসতেই উলটে গিয়ে বিপত্তি শহরের মঙ্গলপুরে

0
839

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ আগষ্ট  ————- বেপরোয়া গতি। কুকুর সামনে আসতেই টোটো উলটে বিপত্তি বালুরঘাটে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিন টোটো যাত্রী। বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শহরের মঙ্গলপুর বিজেপি মোড় এলাকায়। ঘটনার পরেই স্থানীয়দের তৎপরতায়  রক্তাক্ত যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে। যেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ওই টোটো যাত্রীরা। ঘটনায় আহত হয়েছেন দুই টোটো চালকও। জানা যায় এদিন দুপুরে বালুরঘাট শহরের হিলি মোড় এলাকা থেকে ছুটে আসছিল একটি দ্রুত গতির টোটো। যে সময় মঙ্গলপুর বিজেপি মোড় এলাকায় হঠাৎ ই একটি কুকুর রাস্তা পার হতে যায়। আর তাতেই ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের মতে টোটোর গতি এতটাই অস্বাভাবিক ছিল যে মুহুর্তেই যাত্রী নিয়ে উলটে যায় ওই টোটোটি। যার মধ্যে বসে থাকা একটি শিশু সহ মোট চারজন ছিটকে রাস্তায় পড়েন। শিশুটির শরীরে তেমন ক্ষতি না হলেও রক্তাক্ত হন বাকি যাত্রীরা। গুরুতর আহত হয়েছেন টোটোর চালকও। স্থানীয়দের তৎপরতায় যাদের নিয়ে যাওয়া হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে। এদিকে ওই দুর্ঘটনাগ্রস্থ টোটোটিকে পিছন থেকে ধাক্কা মেরে আহত হয়েছেন অপর একটি টোটোর চালকও। ঘটনার পরেই বালুরঘাট থানার পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ ওই টোটোটিকে আটক করে থানায় নিয়ে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রত্যক্ষদর্শী বাপ্পা দত্ত বলেন, টোটোর গতি যথেষ্টই ছিল। সামনে একটি কুকুর চলে আসায় টোটো টি উলটে গিয়ে চারজন যাত্রী জখম হয়েছে। আহত হয়েছে টোটোর চালকও। 
শহররজুড়ে প্রায় প্রতিদিনই পাল্লা দিয়ে বেড়ে চলা টোটোর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে তাদের বেপরোয়া গতিও। যার জেরে সাধারণ মানুষের পায়ে হেটে চলাফেরা করা যেন এই শহরে দুস্কর হয়ে দাড়িয়েছে। শুধু তাই নয় বাড়ছে যানজটও। আর এসব দেখেও একেবারে নিশ্চুপ ট্রাফিক পুলিশ থেকে শুরু করে আঞ্চলিক পরিবহন দপ্তর এবং বালুরঘাট পুরসভা। টোটোর গতি, সংখ্যা ও যানজট নিয়ন্ত্রণে কেন তারা কোন ভুমিকা গ্রহন করছে না সেই প্রশ্নও  শহরে উঠছে বার বার। যদিও অনেকে মনে করছেন ভোট ব্যাঙ্কের কারনেই এমন উদাসীন মনোভাব দেখাচ্ছে  প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here