কোচবিহার :- ফের চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলার সভাপতি বিরুদ্ধে ।অভিযোগ তৃণমূল জেলা পরিষদের সদস্য তথা আইনটিটিইউসি জেলা সভাপতি পরিমল বর্মনের বিরুদ্ধে চাকরির দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠছে । জানা যায় কোচবিহার দুই নাম্বার ব্লকের বানেশ্বরের নিবাসী প্রাক্তন প্রাথমিক শিক্ষক আশুতোষ দত্ত কে তার ছেলে আশিস দত্তের চাকরি বানেশ্বর সারথি বালা কলেজে করে দেবে বলে ৮ লক্ষ টাকা দাবি করে তৃণমূল নেতা পরিমল বর্মন। পরবর্তীতে আশুতোষ দত্ত ও তার ছেলে আশীষ দত্ত ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে ধাপে ধাপে ৭ লক্ষ ২৫ হাজার টাকা পরিমল বর্মনকে দেয় । এরপর চার বছর কেটে কেটে গেলেও চাকরি না পেয়ে অবশেষে প্রশাসনের দ্বারস্থ হলো আশুতোষ দত্ত ও তার ছেলে আশিস দত্ত ।
এ ব্যাপারে প্রাক্তন প্রাথমিক শিক্ষক আশুতোষ দত্ত জানান চাকরি দেওয়ার নাম করে পরিমল বর্মন ৭ লক্ষ ২৫ হাজার টাকা নিলেও চার বছর পরেও এখনো কোনো চাকরি পায়নি তার ছেলে। পরিমল বর্মনের কাছে টাকা ফেরত চাইলে তিনি বারবার ঘোরাচ্ছেন বলে অভিযোগ তাই তিনি প্রশাসনের দ্বারস্থ হলেন ।
এ ব্যাপারে চাকরিপ্রার্থী আশীষ দত্ত জানান ফোন করে করে পরিমল বর্মন তার বাবার কাছে ধাপে ধাপে টাকা নিতো এখন চাকরি বা টাকা কিছুই পাচ্ছেন না ।
এ ব্যাপারে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় জানান একে একে চাকরির নাম করে যত তৃণমূল নেতা টাকা নিয়েছে তাদের সবার নাম জনসমক্ষে চলে আসবে এবং প্রশাসন সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।
Home বাংলা উত্তর বাংলা ফের চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলার...