ব্লক সভাপতি পছন্দ না হওয়ায় একসঙ্গে প্রায় 6 জন পঞ্চায়েত দুজন পঞ্চায়েত সমিতি, 12জন বুথ সভাপতি সহ হাজারের ও বেশি তৃণমূল কংগ্রেস কর্মী দল থেকে পদত্যাগের ঘোষণা করলেন।

0
482

কোচবিহার :- ব্লক সভাপতি পছন্দ না হওয়ায় একসঙ্গে প্রায় 6 জন পঞ্চায়েত দুজন পঞ্চায়েত সমিতি, 12জন বুথ সভাপতি সহ হাজারের ও বেশি তৃণমূল কংগ্রেস কর্মী দল থেকে পদত্যাগের ঘোষণা করলেন। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ব্লকের বলরামপুর ২গ্রাম পঞ্চায়েত এলাকায় । এই ঘটনায় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে ।

স্থানীয় তৃনমূল নেতা দিলীপ বর্মনের অভিযোগ , মনোজ দাস কে ব্লক সভাপতি করার পর এলাকায় সন্ত্রাস বেড়ে গিয়েছে ।যারা লোকসভা ,বিধানসভা বিজেপি হয়ে কাজ করেছে তাদের নিয়ে আজকে দিন আবার ব্লক সভাপতি সাথে নিয়ে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে সে কারন আজ আমরা দল থেকে পদত্যাগ ঘোষনা করছি ।

        যদিও এই বিষয় নিয়ে জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, একজন পঞ্চায়েত সদস্য পদত্যাগ করেনি ।যাকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব বান ।সবকাইকে নিয়ে কথা বলা হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here