কোচবিহার:-তুফানগঞ্জ ২নম্বর ব্লকের, শালবাড়ি ১গ্রামপঞ্চায়েতের শালবাড়ি বাজার সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর খবর পেয়ে শামুকতলার বনদপ্তর চোড়াই কাট উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হল এক বন কর্মী ।ভাঙচুর করা হয়েছে বন দপ্তরের গাড়ি । আহত হয় বনদপ্তরের কয়েকজন কর্মী।
ঘটনার খবর পেয়ে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত বনদপ্তরের কর্মীদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে আলিপুরদুয়ার জেলার শামুকতলা বন বিভাগের কর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে চোরাই কাঠ একটি গাড়ির পিছনে ধাওয়া করে । সেই সময় তুফানগঞ্জ ২নম্বর ব্লকের, শালবাড়ি ১গ্রামপঞ্চায়েতের শালবাড়ি বাজার সংলগ্ন এলাকায় তারা স্থানীয় লোকজন যেখানে উপস্থিতি ছিলেন সেখানে বেশ কয়েকটি মোটর বাইকে ধাকা মারে। এই অবস্থা স্থানীয় লোকজন বেঁচে যায় ।সেই সময় চোরাই কাঠের গাড়ি সেখান থেকে পালিয়ে যায় ।তবে বন বিভাগের গাড়ি স্থানীয়রা আটকে দেয়। তারপর উত্রজিত স্থানীয়রা গাড়ি ভাঙচুর চলায়া ও মারধর করে ।যদিও এই বিষয় বন বিভাগের কোন কর্মীরা অথবা অধিকারীর বক্তব্য পাওয়া যায়নি ।