টোটোর দৌরাত্ম্যে অনির্দিষ্টকালের জন্য দক্ষিণ দিনাজপুরে বন্ধ হল বেসরকারি বাস চলাচল

0
1782

টোটোর দৌরাত্ম্যে অনির্দিষ্টকালের জন্য দক্ষিণ দিনাজপুরে বন্ধ হল বেসরকারি বাস চলাচল, তিনদিন পরেও হুশ ফিরলো ন প্রশাসনের 

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৮ আগস্ট——– পুর্ব নির্ধারিত দাবি মেনেই রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি পরিবহন চলাচল বন্ধ করলো বাস মালিকরা। প্রশাসনিক উদাসীনতায় দক্ষিন দিনাজপুর  জেলা জুড়ে যে টোটোর লাগামহীন দৌরাত্ম্য বেড়েছে তার প্রতিবাদেই এমন আন্দোলন বাস মালিকদের। শুক্রবার থেকে জেলার সমস্ত পকেট রুটে অনির্দিষ্টকালের জন্য ট্রেকার, অটো ও বাস চলাচল বন্ধ করবার পর এদিন সকাল থেকে জেলাজুড়ে সমস্ত রুটেই বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিকরা। টানা তিনদিন ধরে বাস মালিকদের ডাকা এমন আচমকা বাস ধর্মঘটের জেরে চরম বিপাকে পড়েন নিত্য যাত্রীরা। এদিকে শুক্রবার থেকে চলা জেলাজুড়ে বাস মালিকদের এমন আন্দোলনের পরেও কেন নিশ্চুপ রয়েছে প্রশাসন তা নিয়েই উঠেছে প্রশ্ন। জেলা জুড়ে বেশকিছুদিন ধরে  লাগামহীন দৌরাত্ম্য বেড়েছে টোটোর। নিয়ম নীতির তোয়াক্কা না করেই গ্রামের টোটো যেমন দাপিয়ে বেড়াচ্ছে শহরে, ঠিক তেমনি শহরের টোটোও চলছে গ্রামে। শুধু তাই নয়, সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে অবাধে জাতীয় সড়ক দাপাচ্ছে টোটো। একইসাথে রোজ বাজারে নামছে নিত্য নতুন কোম্পানির নতুন নতুন টোটো। একসময় নিষিদ্ধ ঘোষণা করা বেআইনী টোটো গুলোও বর্তমানে প্রশাসনিক উদাসীনতায় ছেয়ে গিয়েছে সমগ্র জেলাতে। আর এই টোটোর বাড়বাড়ন্তে শুধুমাত্র পথচলতি মানুষদের সমস্যা বা যানজট সমস্যা নয়, এর জেরে একপ্রকার লাটে উঠবার জোগাড় বাস মালিকদের ব্যবসা। জেলার হিলি, কুমারগঞ্জ, তপন, নালাগোলা সহ বিভিন্ন পকেট রুটে প্রায় দুশোরও বেশি বাস, ট্রেকার বা অটো চলাচল করে। দীর্ঘ বেশকিছুদিন ধরে ওই পকেট রুটগুলিতে টোটোর লাগামহীন দৌরাত্ম্যে নাভিশ্বাস উঠবার জোগাড় বাস মালিকদের। দিনের পর দিন লোকসান গুনতে থাকায় বাস মালিকদের অনেকেই ইতিমধ্যে বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। টোটোর এমন সমস্যা নিয়ে বাস মালিকেরা বার বার প্রশাসনকে জানালেও কোন কর্নপাত করেনি বলে অভিযোগ।  আর যারপরেই শুক্রবার সকাল থেকে জেলার সমস্ত পকেট রুটে অনির্দিষ্টকালের জন্য  বাস চলাচল বন্ধ করে আন্দোলনে নামে বাস মালিক সংগঠন। মালদা এবং রায়গঞ্জ রুটে ওই দুইদিন যান চলাচল স্বাভাবিক থাকলেও রবিবার থেকে সমস্ত রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ডাক দিয়েছে বাস মালিকরা। বাস মালিকদের দাবি, টোটোর দৌরাত্ম্য প্রশাসন বন্ধ না করলে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে। 
বালুরঘাট বাস মালিক সংগঠনের তরফে মানস চৌধুরী বলেন, টোটোর দৌরাত্ম্যে তারা নাজেহাল। লাটে উঠবার জোগাড় তাদের ব্যবসা। প্রশাসন এব্যাপারে সক্রিয় ভুমিকা না নেওয়ায় পুর্ব নির্ধারিত হিসাবে রবিবার থেকে সমস্ত রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here