দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে ইটভাটা বন্ধের ডাক, কাজ হারানোর আশঙ্কায় কয়েকলক্ষ শ্রমিক
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৮ আগস্ট––– ইটভাটাগুলির প্রতি কেন্দ্র ও রাজ্যের বঞ্চনামূলক আচরণের প্রতিবাদে আন্দোলনে মালিক পক্ষ। শ্রমিকের মজুরির উপর অতিরিক্ত জিএসটি লাগু এবং আসামের কয়লা সরবরাহ বন্ধ করার প্রতিবাদে ২২-২৩ অর্থ বর্ষে ইট ভাটা বন্ধের ডাক দিল দক্ষিণ দিনাজপুর ব্রিকস ওনার্স অ্যাসোসিয়েশন। বাড়তি খরচ মেটাতে না পারায় জেলাজুড়ে ২০২২-২৩ অর্থ বর্ষে সমস্ত ইটভাটা বন্ধ রাখবার সিদ্ধান্ত ইটভাটা মালিকদের। আর এর জেরেই জেলার লক্ষাধিক শ্রমিকের কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে জেলাজুড়ে। একইসাথে জেলার উন্নয়নমূলক কাজও থমকে থাকবার আশঙ্কা তৈরি হয়েছে ইতিমধ্যে। একই দাবিতে অল ইন্ডিয়া ব্রিকস এন্ড টাইলস ম্যানুফ্যাকচার ফেডারেশনের ডাকেও দেশ জুড়ে বন্ধ থাকবে ইটভাটা। রবিবার বালুরঘাট স্টেডিয়ামের মিটিং রুমে একটি সাংবাদিক বৈঠক ডেকে এমনটাই জানিয়েছেন ইটভাটা কতৃপক্ষ।
দক্ষিণ দিনাজপুর ব্রিকস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পবন কুমার গোয়েঙ্কা জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য সরকার ইটভাটাগুলির প্রতি বঞ্চনা করছে। যার প্রতিবাদেই তাদের এই আন্দোলন।