বাংলাদেশ লাগোয়া এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার দেহ উদ্ধার কে রহস্য, খুন না অন্যকিছু? ধন্দে পুলিশ
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৮ আগস্ট––– ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। রবিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঞ্জুল পঞ্চায়েতের চকগোপাল বিওপি সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়েই এলাকায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। এদিকে সীমান্ত এলাকার এমন খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌছায় হিলি থানার পুলিশ ও বিএসএফের কর্মকর্তারা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত বৃদ্ধা এলাকার মানুষদের কাছে অপরিচিত হওয়ায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই বৃদ্ধা বাংলাদেশেরই বাসিন্দা। তবে বৃদ্ধার নাক ও মুখে রক্ত লেগে থাকার বিষয়টি নিয়েই রহস্যের দানা বেধেছে এলাকায়। খুন করে রাতের অন্ধকারে কেউ ফেলে রেখে গিয়েছে? না অন্যকিছু? ধন্দে রয়েছে পুলিশও। এদিকে একেবারে বাংলাদেশ লাগোয়া এলাকায় এমন রহস্যজনক ঘটনা নিয়ে কিছুটা প্রশ্ন উঠেছে বিএসএফের ভুমিকাতেও। স্থানীয় বাসিন্দা রেজাউল মণ্ডল জানিয়েছেন, সকালে এক বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ সেটি উদ্ধার করে নিয়ে যায়। তবে মৃতদেহ কোথা থেকে এলো তা নিয়ে ধন্দে রয়েছে সকলেই।
এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য অভিজিৎ হাঁসদা জানিয়েছেন, মৃতদেহ কোথা থেকে এলো তা তারা জানেন না। পুলিশ তদন্ত করলে প্রকৃত ঘটনা সামনে আসবে।