বাংলাদেশের নাম করে তোলাবাজি ভারতে! লরি প্রতি ১০০ টাকা করে তোলা আদায়ের অভিযোগ হিলি এক্সপোর্ট এসোসিয়েশনের বিরুদ্ধে

0
251

বাংলাদেশের নাম করে তোলাবাজি ভারতে! লরি প্রতি ১০০ টাকা করে তোলা আদায়ের অভিযোগ হিলি এক্সপোর্ট এসোসিয়েশনের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ লরি মালিকদের 

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৯ আগস্ট–––  বাংলাদেশের নাম করে হিলিতে লরি চালকদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ। গাড়ি প্রতি ১০০ টাকা করে আদায় করছে হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস্ ক্লিয়ারিং এজেন্টস্ অ্যাসোসিয়েশন বলেও অভিযোগ । সোমবার হিলি এক্সপোর্টাস এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে বিক্ষোভ আন্দোলনে নামে হিলি ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি মিছিল করে ওই তোলাবাজির বিরুদ্ধে শ্লোগান তোলেন লরি মালিকরা। সাত দফা দাবীতে হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস্ ক্লিয়ারিং এজেন্টস্ অ্যাসোসিয়েশন ঘরে ডেপুটেশনও দেন ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। যদিও পরিস্থিতি আচ করেই ওইদিন এক্সপোর্টার্স এসোসিয়েশনের সদস্যরা সকলেই অনুপস্থিত ছিলেন।
সংগঠনের অভিযোগ স্থানীয় লরি চালকদের পাথরের গাড়ি আটকে রাখা হচ্ছে দিনের পর দিন । একই ভাবে বাংলাদেশের নাম করে প্রত্যেক গাড়ি থেকে ১০০ টাকা করে তোলা আদায় করছে এক্সপোর্টাস এসোসিয়েশন। শুধু তাই নয়,জরুরী পণ্যের নামে বাইরের গাড়িগুলিকে আগে ছেড়ে  দেওয়া হচ্ছে। যার বিনিময়েও চলছে গোপন লেনদেন বলেও অভিযোগ। এমন সব ঘটনার প্রতিবাদ জানিয়েই এদিন রাস্তায় নামে হিলির ট্রাক মালিকরা। তাদের দাবি পাথরের এক্সপোর্ট বাড়াতে হবে। একইসাথে স্থানীয় ট্রাক চালকদেরও গুরুত্ব দিতে হবে। ট্রাক মালিকদের এমন প্রতিবাদের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভারত বাংলাদেশ সীমান্তের হিলিতে। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে হিলি এক্সপোর্টাস এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের  তরফে।
হিলি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপ দত্ত জানিয়েছেন, নানান ভাবে চক্রান্ত চলছে। এক্সপোর্ট রোজ কমে যাচ্ছে হিলিতে। প্রতিবাদে তারা সাত দফা দাবীতে এক্সপোর্ট অ্যাসোসিয়েশনকে ডেপুটেশন দিয়েছেন । আগামীতে তাঁদের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন ।
বিষয়টি নিয়ে হিলি এক্সপোর্টাস এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের অন্যতম সদস্য আলাউদ্দিন মন্ডলকে ফোন করা হলে তিনি বলেন, সমস্যা মেটাতে তারা ট্রাক মালিকদের নিয়ে আলোচনায় বসেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here