বোনের কাপড় আয়রন করতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু মেধাবী দাদার, শোকের ছায়া কুমারগঞ্জের সীতাহারে
পিন্টু কুন্ডু, বালুরঘাট , ৩০ আগস্ট: বোনের কাপড় আয়রন করতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হল মেধাবী ছাত্রের। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ভোঁওর গ্রাম পঞ্চায়েতের সীতাহার এলাকায়। বিষয়টি নজরে আসতেই ওই যুবককে তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকেরা। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেছে৷ মঙ্গলবার এই ঘটনা জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিকে এই ঘটনার খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। কি ভাবে ওই মেধাবী ছাত্রের মৃত্যু হল সে বিষয়টিও খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে৷ মৃত ওই ছাত্রের নাম দেলওয়ার সাইদি মিয়াঁ(১৮)। বাড়ি কুমারগঞ্জের সীতাহার এলাকায়। এবারে সে জয়েন্ট পরীক্ষাতেও বসেছিল৷ কয়েকদিন বাদেই যার ফলাফল বেরনোর কথা। এরই মাঝে এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে কুমারগঞ্জ জুড়ে।
মকবুল হোসেন মন্ডল ও আব্দুল মোতালেব নামে মৃতর দুই আত্মীয় বলেন, ছোট বোন হোস্টেলে যাবে জন্য তার কাপড় আয়রন করে দিচ্ছিল সে। সেখানেই ইলেকট্রিক ফল্টের কারনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তড়িঘড়ি হাসপাতালে আনা হলেও বাচানো যায়নি। ছোট থেকে খুবই ভালো পড়াশুনায় ছিল সে। তার এমন আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।