খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা কাজের সূচনা হলো

0
713

গঙ্গারামপুর পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা কাজের সূচনা হলো, পুজোর থিম অরণ্যক। সকলের নজর কাড়বে আশাবাদী উদ্যোক্তারা

শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর ,1 সেপ্টেম্বর ,দক্ষিণ দিনাজপুর: খুঁটি পুজোর মধ্য দিয়ে বারোয়ারী সার্বজনীন দুর্গো পূজোর কাজের সূচনা হলো। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের বিডিও অফিস মোড়ে সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো হয়। খুঁটি পূজার সূচনা করেন পুজো কমিটির অন্যতম সদস্য সুদেব বাবুসহ কমিটির বাকি সদস্যরা। এবছর তাদের থিম আরণ্যক। পরিবেশ বাঁচান সমাজকে রক্ষা করুন। তাদের পূজার সকলের নজর কাড়বে আশাবাদী পুজো কমিটি উদ্যোক্তারা।
প্রতিবছর ওই গঙ্গারামপুর পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের বিডিও অফিস মোড় সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব হয়ে থাকে। সার্বজনীন পুজো হলেও এলাকার যুবকেরা তাদের নিজেদের পুজো হিসেবেই প্রতিবছর পূজো করে থাকেন। এবছর তারা ভিন্ন ধরনের এক পুজো দর্শনার্থীদের কাছে উপহার দিবে বলে দাবি করেছেন তারা
বৃহস্পতিবার খুঁটি পূজার মধ্য দিয়ে বিডিও অফিস মোড় সুভাষপল্লী সার্বজনীন দুর্গো পূজোর সূচনা করেন সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি অন্যতম সদস্য সুদেব সাহা। সেখানে বারনে সার্বজনীন পুজো কমিটি অন্যতম সদস্য বাবাই পাল, বৈদ্যনাথ সাহা ,বাপি সরকার ,সুব্রত রায় ,কৃষ্ণ দাস, বিপ্লব সাহা ,সজল কুন্ডু ,কুনাল দাস ,প্রশান্ত বিশ্বাস ,বাবু দাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মঙ্গল ঘটে জল এনে ঢাকের বাড়িতে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কি পুজোর সূচনা করা হয়। যা দেবী সর্বভূতেষু সংস্থিতা নমস্তস্যই নমতস্বই নমতস্বৈ নমো নমো। পুরোহিতের মন্ত্র পড়ে খুঁটি পূজার সূচনা করা হয়। প্যান্ডেলের কাজের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়।
এ বিষয়ে সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির অন্যতম সদস্য সুদেব সাহা জানিয়েছেন, বারোয়ারি সার্বজনীন কমিটির তরফে আমরা একটু ভিন্নমাত্রায় এবার পুজো উপহার দিতে চলেছি। আরণ্যক নাম এজন্যই দেওয়া হয়েছে যে, পরিবেশ রক্ষার বার্তা আমরা দিয়েছি।
সেই সঙ্গে প্যান্ডেল প্রতিমা আলো সজ্জার ও মিল থাকছে। পুজো নিয়ে থাকবে বিশেষ অনুষ্ঠানেও।
এ বছরে যে গঙ্গারামপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো সকলের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here