শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 3 সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:-পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় গঙ্গারামপুরের নতুন বাসস্ট্যান্ডে দেবীকোট উৎসব ভবনে। সেখানে জেলা তৃণমূলের সভাপতি সহ একাধিক নেতারা অবশ্যই ছিলেন।
আগামী ৮ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের বিশেষ এক অধিবেশনে ডাক দিয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য তৃণমূল নেতৃত্ব। সেই বিশেষ অধিবেশন কে সামনে রেখে এদের গঙ্গারামপুরে বাসস্ট্যান্ডের দেবীকোট উৎসব ভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা তৃণমূলের সভাপতি মৃণাল সরকার, জেলা তৃণমূলে চেয়ারম্যান, বিভিন্ন ব্লকের সভাপতি, একাধিক তৃণমূলের শাখা সংগঠনের নেতৃত্বরা সহ গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাসেরা উপস্থিত ছিলেন।
সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট, সেই ভোটকে সামনে রেখে রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিশেষ এক অধিবেশনে ডাক দিয়েছে আগামী ,8সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই সভাকে সাফল্যমণ্ডিত করতে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিশেষ অধিবেশনে প্রস্তুতি সভা করেন।
জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার জানিয়েছেন, কলকাতায় বিশেষ অধিবেশনে ডাক দেওয়া হয়েছে। অধিবেশনে যেন সকলেই সেখানে যায়, জেলা নেতৃত্বদের নিয়ে একটি মিটিং এর আয়োজন করা হয়েছে।
গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ও ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন,সামনেই পঞ্চায়েত ভোট রয়েছে। সেখানে কিভাবে ভোট পরিচালনা করতে হবে সে বিষয়ে রাজ্য নেতৃত্ব আলোচনা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাদের একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো।
এদিন জেলা তৃণমূলের একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন।