নিখোঁজ টোটো চালকের মৃতদেহ উদ্ধার

0
426

কোচবিহার :- কোচবিহার ১ নং ব্লকের গুয়াহাটি-১ অঞ্চলের ভারত কলোনির অন্তর্গত রামকৃষ্ণ পল্লীর বছর ২০ টোটো চাল অরিন্দম দেবনাথ ( তনুজ) কে সেই গ্রামেরই ছেলে সম্পদ সরকার গত মঙ্গলবার তার শ্বশুরবাড়ি আলিপুরদুয়ার নিয়ে যাবার জন্য ভাড়া করে। তবে সম্পদ সরকার বাড়ি ফিরে এলো টোটো চালক অরিন্দম দেবনাথ আর বাড়ি ফেরেনি । বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার তপসীখেতা পাওয়ারগ্রিড এলাকায় একটি ঝোপ থেকে মৃত অবস্থায় অরিন্দম দেবনাথ এর দেহ পাওয়া যায় । ঘটনার পুলিশ থাকে গ্রেফতার করে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । অন্যদিকে এই ঘটনায় ক্ষিপ্ত এলাকার জনতা অভিযুক্ত সম্পদ সরকারের বাড়িঘর ভাঙচুর চালায় ।
স্থানীয় সূত্রে খবর গত মঙ্গলবার অরিন্দম দেবনাথ সকাল ৯টা সময় বাড়ি থেকে টোটো নিয়ে বের হয় । তারপর আসে রাত হয়ে গেলাম বাড়ি ফিরেনি । পরে পরিবারের লোক জন পঞ্চায়েত বিষয়টি জানান এখানে পঞ্চায়েত সহ এলাকার মানুষ খোঁজখবর নিয়ে জানতে পারে অভিযুক্ত সম্পদ সরকার তাকে নিয়ে আলিপুরদুয়ার গিয়েছিল । তবে তাকে জিজ্ঞাসা করা হলে বিষয়টি সে স্বীকার করতে রাজি হয়নি । বুধবার সন্ধ্যায় অরিন্দম দেবনাথ এর পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোচবিহার কোতোয়ালি থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে । ঘরে পুলিশ অভিযুক্ত কে আটক করে নিয়ে যায় । এরপরেই বৃহস্পতিবার সকালে দশটা নাগাদ আলিপুরদুয়ার জেলার তোপশীখেতা এলাকায় একটি মৃতদেহ পাওয়া যায় । করে খোঁজ নিয়ে জানা যায় ওই মৃতদেহটি নিখোঁজ অরিন্দম দেবনাথ এর । পরে পুলিশ এই ঘটনায় সম্পদ সরকারকে আদালতে তোলা হয় । আদালত থাকে সাত দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে তবে মৃতদেহ এখনো বাড়িতে এসে পৌঁছায়নি। এই ঘটনা ভেঙে পড়েছে অরিন্দম দেবনাথ এর গোটা পরিবার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here