“পাঠশালার প্রিন্সিপাল হয়ে চোরেদের প্রশিক্ষণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী ” বালুরঘাটে গুরুতর অভিযোগ সুকান্তর

0
218

“পাঠশালার প্রিন্সিপাল হয়ে চোরেদের প্রশিক্ষণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী ” বালুরঘাটে গুরুতর অভিযোগ সুকান্তর।

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৮ সেপ্টেম্বর–– “পাঠশালার প্রিন্সিপাল হয়ে  চোরেদের প্রশিক্ষণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী ” বালুরঘাটে গুরুতর অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । বৃহস্পতিবার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে  বিজেপির রাজ্য সভাপতি বলেন, দিদি তার দলের লোকেদের চুরি করতে বলছেন কিন্তু প্রমাণ রাখতে বারণ করছেন। যেমনটা আমরা বলেছিলেম যে, কালিঘাটের টালির চালা, ওই চোরেদের পাঠশালা । মুখ্যমন্ত্রী আজ নেতাজী ইন্ডোরের সভায় কার্যত সেটাই স্বীকার করে নিয়েছেন। এদিন সভায় দাঁড়িয়ে  নিজেই কোচিং দিচ্ছেন, কিভাবে চুরি করতে হয় । তিনি বলেছেন মুখে বলতে হবে, লিখিত ডকুমেন্ট রাখা যাবে না, ফোনে কথা বলা যাবে না ইত্যাদি ইত্যাদি বলে সেই পাঠশালার প্রিন্সিপাল সঠিক ভাবে চোরেদের প্রশিক্ষণ দিচ্ছেন বলেই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার ।  একই ভাবে প্রধানমন্ত্রীর হাতে নেতাজীর মুর্তি উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানো নিয়ে সুকান্ত মজুমদার বলেন, চিঠি দেওয়ার কথা, তবে না দিলে আরও ভালো করেছেন । মুখ্যমন্ত্রী যে ভাবে প্রকল্পের উদ্বোধন করেন বিরোধী দলের সাংসদ বিধায়কদের ব্রাত্য রেখে। তাতে তার সাথেও তেমনটাই হয়েছে। অন্যদিকে প্রধান মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক প্রসঙ্গে সাংসদ সাংসদ সুকান্ত মজুমদার বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পাওয়ার কথা নয় । আগে প্রধানমন্ত্রী হোক তারপর দেখা যাবে । অন্যদিকে জেল থেকে বের হলে অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিতে হবে । মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে তীব্র আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন এক সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, দেখুন আমরা আগেই বলেছি, চোরের মায়ের বড় গলা । এখন দেখা যাচ্ছে সত্যিই, চোরের মায়ের তো বটেই। চোরের দিদিরও বড় গলা । যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, জনগনের টাকা চুরি করে জেলে আছে । তাঁদের বীরের সম্মান দেবে না তো কাকে বীরের সম্মান দেবে বলেও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি । একই ভাবে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই মাছ বিক্রি করে কেষ্ট তার মেয়ের নামে ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট করেছে বলেও খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here