কোচবিহার ভবানীগঞ্জ বাজারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো

0
218

কোচবিহার:- আরেকবার কোচবিহার ভবানীগঞ্জ বাজারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শনিবার দুপুরে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের জাপানি পট্টি এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে আগুন লেগে যায় । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন । তবে তার আগে স্থানীয় ব্যবসায়ীরা বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সেভাবে কোন রকম ক্ষয়ক্ষতি না হলেও পূজার মধ্যে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী থেকে শুরু করে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে ভবানীগঞ্জ বাজারের যেভাবে সেভাবে বিদ্যুতের তার জড়িয়ে পেচিয়ে রয়েছে তা নিয়ে অভিযোগ করেছে ব্যবসায়ীরা । ব্যবসায়ীদের অভিযোগ পৌরসভা বা অথবা বিদ্যুৎ দপ্তর শুধুমাত্র ট্যাক্স ও বিল নিতেই ব্যস্ত । তারা ঠিকমত কোনরকম কাজ করছে না । দীর্ঘদিন ধরে এই বাজারের এই অবস্থা প্রায় তিনি এই ধরনের ছোট মোটো আগুন লাগার ঘটনা ঘটে থাকে । একবার এই ভবানীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় শতাধিক দোকান পুড়ে গিয়েছিল তারপরেও কেউ সতর্ক হচ্ছে না । খবর পেয়ে গুডনাইট তালে ছুটে এসেছিল ব্যবসায়ী সমিতির জেলা সম্পাদক সুরজ ঘোষ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরাজ ঘোষ বলেন, আগুনটি কিভাবে লেগেছে সে বিষয়টি বিদ্যুৎ দপ্তর বলতে পারবে । তবে এ বিষয়টি নিয়ে স্থানে বিদ্যুৎ দপ্তর আবেদন করা হয়েছে বিষয়টি দেখার জন্য ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here