বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির অনুষ্ঠিত হলো শনিবার বুনিয়াদপুর পৌরসভার ২ নাম্বার ওয়ার্ড শেরপুরে।
দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত দুই নাম্বার ওয়ার্ড শেরপুর এলাকায় জ্ঞানেন্দ্রলাল পাবলিক ক্লাবের উদ্যোগে বালুরঘাট প্রয়াস আত্রেয়ী এর সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরটি হয়। বুনিয়াদপুর পৌর এলাকায় চোখের সমস্যায় ভুগছেন এমন দুস্থ ব্যক্তিদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। অর্থের অভাবে যারা চোখের অপারেশন সহ চিকিৎসা করাতে পারছিলেন না এমন প্রায় শতাধিক জন ব্যক্তিকে এদিন বিনামূল্যে চক্র পরীক্ষা সহ অপারেশনের সু পরামর্শ দেওয়া হয়। প্রয়াস আত্রেয়ীর পক্ষ থেকে একজন চক্ষু পরীক্ষক সহ তিনজন সহকারী এই শিবিরে উপস্থিত ছিলেন। এদিন এই চক্ষু পরীক্ষা শিবিরে বুনিয়াদপুর পৌর এলাকায় চোখের সমস্যায় বহু মানুষ ভিড় জমিয়েছিলেন।
এ বিষয়ে ক্লাবের গেম সেক্রেটার শিবেন প্রামানিক জানিয়েছেন, পৌর এলাকায় টাকার অভাবে চোখের সমস্যা ও অপারেশন করতে পারছেন না এমন দুস্থ ব্যক্তিদের প্রয়াস আত্রেয়ীর সহযোগিতাই চক্ষু পরীক্ষা শিবির করানো হলো। প্রয়োজনে এ ধরনের শিবির আরো করা হবে। এদিন এই শিবিরে বহুদূরান্ত থেকে চক্ষু দেখাতে এসেছিলেন।