বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে পরিষেবা বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন এম্বুলেন্স চালকদের, চরম দুর্ভোগে রোগী ও তার পরিবারের লোকেরা
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১২ সেপ্টেম্বর–– বেতন বৃদ্ধি সহ মোট ১২ দফা দাবীতে পরিষেবা বন্ধ রেখে অনির্দিষ্ট কালের জন্য আন্দোলনে নামলেন অ্যাম্বুলেন্স চালক ও কর্মীরা । সোমবার সপ্তাহের শুরুতেই বালুরঘাট জেলা হাসপাতালে গুরুত্বপূর্ণ এই পরিষেবা বন্ধ হয়ে পড়ায় চরম হয়রানির শিকার হন রোগী ও তার পরিবারের লোকেরা। এদিন আইএনটিটিইউসির ব্যানারে ১০২ এবং ১০৮ জরুরী এম্বুলেন্স পরিষেবার কর্মীদের এমন বিক্ষোভে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় । সংগঠনের কর্মীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে তাঁদের বেতন বৃদ্ধি করা হয়নি । দূরে কোথাও গেলে তাঁদের টিএ দেওয়া হয় না । শুধু তাই নয়, ৮ ঘন্টার পরিবর্তে ১২ ঘন্টা কাজ করানো হচ্ছে তাদের। যার প্রতিবাদেই এদিন সোচ্চার হন এম্বুলেন্স চালকরা।
আন্দোলনকারীদের তরফে অজিত দাস জানিয়েছেন, তাঁদের দাবী দাওয়া পূরণ না হলে অনির্দিষ্ট কালের জন্য আন্দোলন চলবে ।