এক আদিবাসী যুবক ডেঙ্গু রোগে আক্রান্ত হতেই এলাকায় ছুটলেন প্রশাসনের আধিকারিকেরা

0
188

এক আদিবাসী যুবক ডেঙ্গু রোগে আক্রান্ত হতেই এলাকায় ছুটলেন প্রশাসনের আধিকারিকেরা, করলেন প্রচার


শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১২ অক্টোবর দক্ষিণ দিনাজপুরু-ডেঙ্গু রোগে আক্রান্ত হল এক আদিবাসী যুবক। ঘটনার খবর পেতেই অতিরুক্ত জেলা শাসক থেকে শুরু করে ব্লকের বিডিও, স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিয়ে সেখানে তাঁরা ছুটে যান। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুরে।প্রশাসনের তরফে এলাকায় সচেতন করানোর পাশপাশি জমা জল বাড়িতে যেন মজুত রাখা না হয় সেবিষয়ে প্রচার চালানো হয়। বুক জুড়েই এমন সচেতনতামুলক প্রচার চালানো হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
গঙ্গারামপুর ব্লক স্বাস্থ্য দপ্তর যানা গিয়েছে যে, গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুরে এক আদিবাসী যুবক ডেঙ্গুরোগে আক্রান্ত হয়। যানা গিয়েছে আক্রান্ত ওই আদিবাসী যুবকের নাম বাবুলাল বাদে বয়স ১৯) বছর। তাঁর বাবার নাম জীতেন বাস্কে। বর্তমানে সে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এখবর পাওয়া মাত্র সেখানে ছুটে যান অতিরুক্ত জেলা শাসক থেকে শুরু গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। সেখানে ছুটে আসেন পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে এলাকার সুপার ভাইজারেরা। সেই গ্রামে গিয়ে জমা জল পরিস্কার করানোর পাশাপাশি এলাকার মানুষজনদের সচেতন করা হয়।
গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা বলেন, এলাকায় টিম নিয়ে যাওয়া হয়েছিল।রক জুড়েই প্রচার অভিযান চালানো হবে। এর পাশাপাশি তিনি রবের বাসিন্দাদের ডেঙ্গু রোগ থেকে সাবধানে থাকতে বলেন। জেলা ও গঙ্গারামপুর ব্লক প্রশাসনের এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here