কোচবিহার:- পারিবারিক বিবাদে কাকির গলায় ধারালো ছুরির আঘাতে গলার নলি কেটে খুনের চেষ্টার অভিযোগ দেওরের ছেলের দিকে। রক্তাক্ত অবস্থায় বছর ৫০ সের আন্দারী বর্মন কে নিয়ে আসা হয় তুফানগঞ্জ হাসপাতালে। তার গলায় বেশ কয়েকটি সেলাই পরেছে বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনায় চাঞ্চল্য তৈরী হয় তুফানগঞ্জ বারকদালী ১ জিপির ভান্ডিজেলাস এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে বেশ কিছুদিন আগে আন্দারি বর্মনের ছেলে এবং তার দেওরের ছেলে ও পরিবার সহ ভিন রাজ্যে কাজে যান। সেখানে গিয়ে আন্দারী বর্মনের ছেলের সাথে পারিবারিক বিবাদ বাঁধে। তারই রেশ ধরে মঙ্গল বার আন্দারী বর্মনের উপর ছুরি নিয়ে হামলা চালায় তার দেওরের ছেলে। গলায় বেশ কয়েকবার আঘাত করে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই যুবক। পরবর্তীতে নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।