বাধমোড় এলাকার বিবাদী স্পোটিং ক্লাবের তরফে খুঁটি পুজোর মধ্যে দিয়ে শ্যামা পুজোর কাজের সুচনা হল
শীতল চক্রবতী গঙ্গারামপুর ১২অক্টোবর দক্ষিণ দিনাজপুর-খুঁটি পুজোর মধ্যে দিয়ে কালীপুজোর প্যান্ডেলের কাজের সূচনা করা হয়। বুধবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১৪নম্বর ওয়ার্ডের বাধমোড় এলাকার বিবাদী স্পোর্টিং ক্লাবের তরফে ঘুটি পুজোর সূচনা করা হয়। খুঁটি পুজোর সূচনা করেন ক্লাবের সহ সভাপতি সহ বাকি সদস্যরা। এবছর তাদের শ্যামা পুজোর আকর্ষন হবে বলে জানিয়েছেন উদ্যাগতারা।
গঙ্গারামপুর পৌরসভার ১৪নম্বর ওয়ার্ডের বাধমোড় এলাকার বিবাদী স্পোটিং ক্লাবের এবছরের শ্যামাপুজো ৪৭তম বর্ষে পা দিয়েছে। তাঁদের শ্যামা পুজো সকলের কাছে থাকে আকর্ষন। বুধবার সন্ধ্যায় খুঁটি পুজোর মধ্যে দিয়ে শ্যামা পুজোর কাজের সুচনা করা হল। ক্লাবের সহ সভাপতি বিপ্লব বিশ্বাস তাঁদের ক্লাবের সকল সদস্যদের সঙ্গে নিয়ে প্যান্ডেলের কাজের সুচনা করেন। তাঁদের ক্লাবের প্রতিমা, প্যান্ডেল, থেকে আলোকসজ্জায় থাকবে চমক বলে ক্লাব কর্তৃপক্ষ দাবি করেছেন।
ক্লাবের সহ সভাপতি বিপ্লব বিশ্বাস জানিয়েছেন, সারা বছর আমাদের ক্লাব মানুষজনদের পাশে থেকে কাজ করে যায়। এবছর আমরা খুঁটি পুজোর মধ্যে দিয়ে শ্যামা পুজোর কাজের সুচনা করেছি। পুজোতে থাকবে আকর্ষন।