জলপাইগুড়িঃ-
বাড়ির দোতালায় অজানা জন্তুর পায়ের থাবার ছাপ। খাবারের খোজে কোনো চিতাবাঘ বাড়ির সিড়ি বেয়ে দোতলায় উঠে পড়ে বলে অনুমান বাড়ির মালিকের । ঘটনায় আতংক এলাকায়।
জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরার ভবেশ্বর পাড়ার ঘটনা। ওই বাড়ির মালিক বাবুল হোসেনের দাবি, সোমবার রাত প্রায় ১টা নাগাদ বুঝতে পারেন তাদের কাঠের দোতালা বাড়ি অল্প অল্প নড়ছে। বাড়িতে চোর এসেছে মনে করে বাবুল হোসেনের ছেলে তাজমল হক দরজা খুলে ঘর থেকে বারান্দায় আসে। সে দেখতে পায় দোতালায় ওঠার সিড়িতে এবং দোতালার বারান্দায় বেশ কিছু পায়ের ছাপ। অন্ধকারের বড়সড় একটি প্রানীকে চলে যেতেও দেখেন তিনি। তখনই তাদের সন্দেহ হয়। পরে দিনের বেলায় ভালো করে পায়ের ছাপগুলি লক্ষ্য করে তাদের ধারণা হয় সেগুলি চিতাবাঘের পায়ের ছাপ। বাড়ির বাসিন্দাদের অনুমান, একটি চিতা https://youtu.be/qI2lJudBUYc
বাঘ খাদ্যের লোভে বাড়িতে ঢুকে পড়েছিল। ওই সময় বৃষ্টি হচ্ছিল। নিচে চিতাবাঘটি কোনো খাবার না পেয়ে সোজা সিঁড়ি দিয়ে কাঠের দোতলা ঘরের বারান্দায় উঠে যায়। সেখানেও চিতাবাঘ কোনো খাবার না পেয়ে আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। বড়সড় আকারের চিতাবাঘের দৌড়ঝাপের জেরে ওই সময় ঘর নড়ার ফলেই ঘটনা টের পায় সকলে। স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পরে বাড়ির লোকজন। ওই এলাকার পাশেই গরুমারার জঙ্গল রয়েছে। রয়েছে একাধিক ছোট চা বাগানও। সেখান থেকে মাঝেমধ্যেই চিতাবাঘ এসে এলাকার একাধিক বাড়িতে ঢুকে ছাগল, মুরগি নিয়ে যাওয়ার মত ঘটনা এর আগেও ঘটেছে । কিন্তু এবার একেবারে দোতলা ঘরে উঠে যাওয়ায় ওই বাড়ির বাসিন্দারা তো বটেই, এলাকার মানুষও আতংকিত হয়ে পড়েছে। ঘটনা জানার পর বনদফতরের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।