কোচবিহার :- গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার শহরের বিভিন্ন জায়গা থেকে ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেফতার করলো পুলিশের ক্রাইম ব্রাঞ্চের টিম ।
পুলিশ সূত্রে খবর পেয়ে কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ টিম কোচবিহার খাগড়াবাড়ি ও নিউ কোচবিহার স্টেশনের মাঝে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ তিন জনকে গ্রেফতার করা হয় ।এই তিন জনের কাছ থেকে ২০০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে । যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২লক্ষ টাকা হবে ।যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে লিয়াস খান (১৯) ও ফারুক শেখ (২৭) এই দুজন মালদা কালিয়া চক এলাকার বাসিন্দা এবং নুর জামাল (৩০) কোচবিহার পুন্ডিবারি এলাকার বাসিন্দা ।পুলিশ সূত্রে খবর গ্রেফতার হওয়া মালদা দুজন কোচবিহার ব্রাউন সুগার টি দিতে এসেছিল । সেই সময় পুলিশ খবর পেয়ে তাদের গ্রেফতার করে ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।