শিলিগুড়ি:-সোমবার চারদিনের উত্তরবঙ্গ সফরে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রশাসনিক সূত্রে খবর,১৭ অক্টোবর কলকাতা থেকে তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে সরাসরি সড়কপথে চলে যাবেন মালবাজারের উদ্দেশ্যে।সেখানে দশমীর দিন মাল নদীতে হড়পাবানে মৃতের পরিবারের সাথে দেখা করতে পারেন।করার পরের দিন মুখ্যমন্ত্রীর একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার।এরপর ১৯ অক্টোবর তিনি শিলিগুড়িতে পৌঁছবেন।
জেলা প্রশাসন সূত্রে খবর,শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।সেজন্য শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালী ময়দানে ওই অনুষ্ঠান আয়োজিত হতে পারে।তাই শনিবার দার্জিলিংয়ের জেলাশাসক পুনমবলম এস ও শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীক সহ জেলা পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা মুখ্যমন্ত্রী সভার স্থলের মাঠ পরিদর্শন করেন।এছাড়াও পুলিশ কমিশনারের যে বিজয়া সম্মেলনে অনুষ্ঠান তা নিয়ে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা একটি প্রস্তুতি বৈঠক সারেন বিশ্ব বাংলা শিল্পী হাটে।