আলিপুরদুয়ার:-হাতি হানা দিয়ে ভেঙ্গে দিল শ্রমিক আবাসন ঘটনাটি ঘটেছে রবিবার ভোরসকালে কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগানে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বুনো হাতি রবিবার ভোর সকালে লোকালয়ে প্রবেশ করে। বুনো হাতি এলাকার বাসিন্দা গঙ্গী মুণ্ডার বাড়িতে হানা দেয় । বুনো হাতি হানা দিয়ে গঙ্গী মুণ্ডার ঘর ভেঙ্গে দেয় । ঐ সময় গঙ্গী মুণ্ডা পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে পালিয়ে প্রাণ বাঁচায় । বুনো হাতি এলাকায় তাণ্ডব চালিয়ে জঙ্গলে ফিরে যায় ।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার হাতি হানা দিয়ে ভেঙ্গে দিল শ্রমিক আবাসন ঘটনাটি ঘটেছে রবিবার ভোরসকালে কালচিনি...