২১টি আদিবাসী পরিবারের ৮৪ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো

0
521

গঙ্গারামপুর থানার বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের টাউসি ও উজ্জ্বলপাড়া এলাকায় ২১টি আদিবাসী পরিবারের ৮৪ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো, তাদের হাতে দলীয় পাতাকা তুলে দিলেন একাধিক বিজেপি বিধায়ক ও নেতার।


শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৫ অক্টোবর দক্ষিণ দিনাজপুর। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ২১টি আদিবাসী পরিবারের ৮৪জন শাসকদল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাঁশরিয়া গ্রাম পঞ্চায়েতের টাওসি এলাকায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির বিধায়ক থেকে শুরু করে জেলা সভাপতি ও একাধিক নেতারা। আমরা বঞ্চিত তাই তৃণমূল থেকে বিজেপিতে যোগদান।জানালেন,যোগদানকারীরা। বিজেপি নেতাও বিধায়করা জানালেন এলাকায় উন্নয়ন করা হবে।
গঙ্গারামপুর ব্লকের বাসিরিয়া গ্রাম পঞ্চায়েতটি বরাবরই শাসক দল তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। কিন্তু তৃণমূলের দুই পক্ষের টানা গোলমালে জেরে টালমাটাল অবস্থা বর্তমানে তৈরি হয়েছে শাসক তৃণমূল কংগ্রেসের বলে সূত্রে জানা গেছে। রবিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের টাউসি এলাকায় টাউসি ও উজ্জ্বলপাড়া এলাকার প্রায় ২১ পরিবারে ৮৪ জন সদস্য শাসক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন। এলাকায় উন্নয়ন নেই বলে আদিবাসী সমর্থকদের এই দল বদল বলে তারা জানিয়েছেন।
আদিবাসী নেতা তথা তপনের বিধায়ক বুধরাই টুড, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়েরা জানিয়েছেন, আদিবাসীদের বঞ্চনা করা হয়েছে। তাই শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করছে সকলেই।
বিজেপির জেলা সভাপতি সরূপ চৌধুরী জানিয়েছেন, তৃণমূল আর কেউ করতে চাইছে না। দুর্নীতিতে ভরে গেছে দল।তাই ঝাঁকে ঝাঁকে আদিবাসী সমর্থকেরাও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে।
যদিও তৃণমূলের জেলা সভাপতি বলেন, বিজেপির নিজেদের দলের সমর্থকদের পতাকা ধরিয়ে দিয়েই দল বদলের খেলায় মেতেছে। আখেরে তাদের কোন লাভই হবে না।
এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী আদিবাসী কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here