গঙ্গারামপুর থানার নয়াবাজারে অগ্রগামী ক্লাবের শ্যামা পূজার থিম রথের আদলে, প্রতিমা ও প্যান্ডেলে থাকছে বিরাট চমক, থাকবে বিশেষ অনুষ্ঠানও
শীতের চক্রবর্তীর গঙ্গারামপুর ২১ শে অক্টোবর দক্ষিণ দিনাজপুর। রথের আদলে কালীপুজোর থিম তুলে ধরেছে একটি ক্লাব। প্রতিমা আলোকসজ্জা থেকে শুরু করে সবেতেই থাকছে তাদের চমক। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে নয়াবাজারে অগ্রগামী ক্লাবের তরফে ২২তম বর্ষের শ্যামা পুজোয় এমনি আকর্ষণ রাখা হয়েছে এবছরের পুজোতে।তাদের এবছরের পূজো জেলার সেরা হয় বলে ক্লাব কর্তৃপক্ষের দাবি।পূজো নিয়ে থাকছে তাদের বিশেষ অনুষ্ঠানও।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার অগ্রগামী ক্লাবের শ্যামা পুজো জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে উল্লেখযোগ্য।প্রতিবছর এই ক্লাবের শ্যামা পুজোতে প্রতিমা, প্যান্ডেলে থাকে বিরাট আকর্ষণ। কখনো চালের প্রতিমা, কখনো আবার ধানের প্রতিমা, কখনো আবার তুষের প্রতিমা তৈরি করে জেলা তথা উত্তরবঙ্গবাসীর শ্যামা পুজোতে তারা উল্লেখযোগ্য পূজার উপহার দিয়েছিল।
নয়াবাজারে অগ্রগামী ক্লাব সূত্রে জানা গেছে,তাদের এবছরের পুজো ২২তম বর্ষে পদার্পণ করল।প্যান্ডেলে থাকছে তাদের রথের আদলে থিম। প্রতিমাতেও থাকছে তাদের বিরাট আকর্ষণ। আলোকসজ্জা থেকে শুরু করে পূজো নিয়ে রয়েছে তাদের বিরাট অনুষ্ঠানও।
অগ্রগামী ক্লাবের সম্পাদক পদে রয়েছেন তপন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা এলাকার বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব তাপস মন্ডল।
তাপস বাবুর উদ্যোগেই ক্লাবে সকল সদস্যরা মিলে উল্লেখযোগ্য শ্যামা পূজা উপহার দিয়ে থাকেন পুজা দর্শনার্থীদের।যা এবছর আরো আকর্ষণীয় হবে বলে ক্লাব সম্পাদক সহ ক্লাবের সকলের দাবি।
ক্লাবের এক অন্যতম সদস্য শিবেন বর্মন জানিয়েছেন, আমাদের ২২তম বর্ষে শ্যামা পূজাতে প্রতিমা, প্যান্ডেল আলোকসজ্জাতে থাকছে বিরাট চমক।পূজা নিয়ে থাকবে বিশেষ অনুষ্ঠানেও।
এবছরে যে নয়াবাজারে অগ্রগামী ক্লাবের শ্যামা পূজো জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে স্থান করে নেবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না