কালীপুজোর আগে নিষিদ্ধ শব্দবাজির পাহাড়, বালুরঘাটে উদ্ধার প্রায় চারলক্ষ টাকার শব্দবাজি
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২১ অক্টোবর–– কালীপুজোর আগে বালুরঘাট শহরে নিষিদ্ধ শব্দবাজির পাহাড়। উদ্ধার প্রায় চার লক্ষ টাকার শব্দবাজি । বৃহস্পতিবার রাতে শহরের পৌর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয় প্রায় ৬৫ কেজি অবৈধ শব্দবাজি। যদিও এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করতে পারেনি বালুরঘাট থানার পুলিশ । শুক্রবার বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা । তিনি জানিয়েছেন, ছটপূজা পর্যন্ত নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে । এদিন প্রায় ৬৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে । যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা ।