ইস্কুটি সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির

0
314

ইস্কুটি সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত সরাইঘাট এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম বাপ্পা দাস (৪১) বাড়ি মালদা জেলার মঙ্গলবাড়ী এলাকায়। জানা যায় সরাহাট এফসিআই মিল থেকে এক মাল বোঝায় লরি বালুরঘাটের দিকে যাবার সময় উল্টো দিক থেকে এক স্কুটি চালক বুনিয়াদপুরের দিক থেকে মালদার দিকে যাচ্ছিল। সরাইঘাট এলাকায় স্কুটির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় স্কুটি চালক। এনএস৫১২ নাম্বার জাতীয় সড়ক এর যান চলাচল বন্ধ হয়ে যায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ। তড়িঘড়ি স্থানীয় লোকজন ও বংশীহারী থানা পুলিশের তৎপরতায় তৎক্ষণাৎ রশিদপুর গার্মি হাসপাতাল নিয়ে আসা হয় স্কুটি চালককে। রশিদপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে মৃত বলে ঘোষণা করেছেন।

এ বিষয়ে দুই স্থানীয় ব্যক্তি প্রদীপ রায় ও নারায়ন মন্ডল জানিয়েছেন আমরা হঠাৎ একটি আওয়াজ শুনতে পাই। ঘটনাস্থলে এসে দেখি লরির সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন স্কুটি চালক। তড়িঘড়ি তাকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রশিদপুর হাসপাতালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছেন জানতে পারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here