চুরির ঘটনা ঘটল বিদ্যালয়ে। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর বোর্ড ফ্রি প্রাইমারী বিদ্যালয়ের। ঘটনায় বিদ্যালয়ের তরফে জটেশ্বর ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে।

0
291

আলিপুরদুয়ার:- চুরির ঘটনা ঘটল বিদ্যালয়ে। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর বোর্ড ফ্রি প্রাইমারী বিদ্যালয়ের। ঘটনায় বিদ্যালয়ের তরফে জটেশ্বর ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে দেখতে পায় যে বিদ্যালয়ের স্টোর রুমের দরজার ভাঙা অবস্থায় আছে। ওই ঘর থেকে প্রচুর বই উধাও, পড়ুয়াদের জুতো নেই। 

এরপরেই চুরির বিষয়টি প্রকাশ্যে আসে। এছাড়াও ওই ঘরের ভেতরে রাখা বিদ্যালয়ের বাসনপত্র চুরি যায়। এরপরেই খবর দেওয়া হয় জটেশ্বর ফাঁড়িতে। ঘটনাস্থলে জটেশ্বর ফাঁড়ির পুলিশ গিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করে। 

বিদ্যালয়ের শিক্ষিকাদের দাবি, ওই বিদ্যালয়ের সম্ভবত প্রাচীর টপকে কিছু দুষ্কৃতীরা বিদ্যালয়ের ভেতরে ঢুকে, এরপর দরজা ভেঙে সমস্ত কিছু চুরি করে নেয়। স্বাভাবিকভাবেই বিদ্যালয়ে এইভাবে চুরির ঘটনায় অবাক স্কুল কর্তৃপক্ষ, এছাড়াও এই দুঃসাহস চুরির জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জটেশ্বর ফাঁড়ির পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here