জেলা পুলিশের তরফে গঙ্গারামপুর থানায় ভাইফোটার আয়োজন করা হলো

0
185

জেলা পুলিশের তরফে গঙ্গারামপুর থানায় ভাইফোটার আয়োজন করা হলো,পুলিশ অফিসার বোনেরা স্যার পুলিশ অফিসার ও কর্মী দাদাদের কপালে ফোটা দিয়ে তাদের মঙ্গল কামনা করলেন,অনুষ্ঠানে খুশি হয়েছে পুলিশ কর্মীরাও

শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর ,২৮ শে অক্টোবর, দক্ষিণ দিনাজপুর:

জেলা পুলিশের তরফে ভাইফোঁটার আয়োজন করা হলো।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানাতে সকল পুলিশ কর্মীদের নিয়ে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন, মহকুমা পুলিশ অধিকারিক থেকে শুরু করে থানার আইসি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বোন পুলিশ অফিসার থেকে কর্মী, সিভিক ভলেন্টিয়ারেরা স্যার দাদাদের কপালে ফোটা দিয়ে তাদের মঙ্গল কামনা করলেন। পুলিশের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের তরফে এবারই প্রথম গঙ্গারামপুর থানাতে ভাইফোটার আয়োজন করা হলো।


জেলা পুলিশ প্রশাসন সূত্রের খবর,এই ধরনের অনুষ্ঠান গুলিতেও পুলিশকর্মীরা তাদের কর্তব্যে অবিচল থাকেন। তাই তারা যেন এমন অনুষ্ঠানে ভাই বা তাদের দাদাদের কপালে ফোঁটা দিতে বঞ্চিত না হন তার জন্য জেলা পুলিশের এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
গঙ্গারামপুর থানাতে এমন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন ডেনডুপ শেরপা,গঙ্গারামপুরে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য,থানাr আইসি শান্তনু মিত্র,থানার বড়বাবু পল্লব ঝা, টাউন অফিসার বিশ্বজিৎ বর্মন সহ একাধিক পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন।বোন পুলিশ অফিসার থেকে শুরু করে কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা স্যার দাদাদের কপালে ফোটা দিয়ে তাদের মঙ্গল কামনা করলেন। স্যার দাদারাও ভাইফোঁটা নেবার পরে অফিসার বোন,পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার বোনদের বিভিন্ন উপহার দিলেন। সকলেই যেন এমন অনুষ্ঠান পেয়ে খুশি হলেন পুলিশ অফিসার থেকে কর্মীরা।


অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন ডেনডুপ শেরপা জানান,মহিলা পুলিশ অফিসার থেকে কর্মী, সিভিক বোনেরা যেন বুঝতে না পারে এমন দিনে তাদের বাড়িতে থাকা ভাই বা দাদাদের কপালে ফোটা পড়বে না। তাই জেলা পুলিশের তরফে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।জেলা পুলিশের এমন অনুষ্টানে সকলেই খুব খুশি হয়েছেন।
এদিন মহিলা অফিসার, পুলিশ কর্মী ,সিভিক ভলেন্টিয়ারেরাও এমন অনুষ্ঠানে স্যার রুপি দাদাদের কপালে ভাইফোঁটা দিয়ে কার্যত খুশি হয়েছেন।
জেলা পুলিশের তরফে এমন অনুষ্ঠানের আয়োজন হওয়ায় তারাও খুশি হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here