গঙ্গারামপুর থানার নয়াবাজারে শ্যামা পূজার প্রতিমা দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবক বন্ধুর,পরিবারের শোকের ছায়া, তদন্তে পুলিশ
শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর ,২৮ শে অক্টোবর, দক্ষিণ দিনাজপুর দক্ষিণ:
পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বন্ধু যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকায়।গুরুতর আহত অবস্থায় দুজনকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।ঘটনার শোকের ছায়া পরিবার সহ এলাকাজুড়ে।
গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়া দুই বন্ধু যুবকের নাম রানা দাস বয়স ২৮বছর,ও লব রায় বয়স ২৭ বছর। মৃত রানা দাসের বাড়ি শিলিগুড়ির নকশালবাড়ি এলাকায়। লবের বাড়ি গঙ্গারামপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের বেলবাড়িতে। মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, দুজনেই একটি সংস্থায় কাজ করে।গতকাল রাতে শ্যামাপূজার প্রতিমা দেখার জন্য তারা নয়াবাজারে গিয়েছিল।বাড়ি ফেরার পথে মোটরবাইক দুর্ঘটনার কবলে পড়ে তারা।ঘটনা শুনে দুইজনই গুরুতরভাবে আহত হয়।তাদের স্থানীয় এলাকার লোকজন অসংখ্য জনক অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে মহকুমা হাসপাতালে ভর্তি করে। এদিন সেখানেই তাদের মৃত্যু হয়।
মৃতের দুই আত্মীয় জানিয়েছেন শ্যামা পূজার প্রতিমা দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার খবরের পরে দুই বন্ধু। হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা করা মৃত বলে ঘোষণা করে। ভাবতেই পারছিনা ওরা আজ নেই আমাদের মাঝে।
গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট মর্গে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে,দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই দুই যুবকের।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।