হাতির হানায় ফসল নষ্ট, ক্ষতিপূরণের দাবি তে বিট অফিস ঘেরাও গ্রামবাসীদের

0
211

 আলিপুরদুয়ার:-প্রায় প্রতিদিনই  সন্ধ্যে নামলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভলকা রেঞ্জের বারবিশা বিটের জঙ্গল থেকে বেরিয়ে আসে হাতির দল। বেরিয়ে আশেপাশের গ্রামে চালায় হামলা। এই মুহূর্তে সোনার ফসল আমন ধান রয়েছে প্রায় প্রত্যেকের জমিতে ,আর কিছুদিন পরে তা গোলায় উঠবে। এবং যা দিয়ে সারা বছরের খাবারের জোগান থাকবে ঘরে । 

কিন্তু হাতির হানায় গ্রামবাসীদের অবস্থা এখন খুব সঙ্গীন। জমির ফসল প্রতিদিন খেয়ে ও  নষ্ট করে যাচ্ছে হাতির দল। তাই ক্ষতিপূরণ ও হাতির হামলা ঠেকাতে শুক্রবার বারবিশা বিট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরে বিট অফিসারের হাতে স্মারকলিপি তুলে দেয় গ্রামবাসীরা। বিট অফিসার বিজয় সার্কি বলেন, হাতির হামলা বেড়ে গেছে ,আমরা বিষয়টি দেখছি। ক্ষতিপূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে ,আমরা সময়মত পাঠিয়ে দেই ওপরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here