আলিপুরদুয়ার:- হাসিমারা তোর্ষা নদীতে ছট ঘাট নির্মাণ কাজ ,ছট ঘাট সৌন্দর্যায়নের কাজ চলছে দ্রুত গতিতে আর মাত্র দুদিন বাদেই ছট পুজো বর্তমানে তোর্ষা ছট ঘাটে ঘাট নির্মাণ কাজ চলছে আলোকসজ্জা কাজ চলছে। এদিন তোর্ষা ছট ঘাট পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ কুন্তল ব্যানার্জি সহ পুলিশ আধিকারিকেরা। পুরো ঘাট পরিদর্শন করেন তারা ।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার হাসিমারা তোর্ষা নদীতে ছট ঘাট নির্মাণ কাজ ,ছট ঘাট সৌন্দর্যায়নের কাজ চলছে...