গঙ্গারামপুর থানা শুকদেবপুরে টোটোর ধাক্কায় এক বয়স্ক মহিলার মৃত্যুকে ঘিরে শোরগোল। পরিবারের শোকের ছায়া, তদন্তে পুলিশ
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৩০ অক্টোবর দক্ষিণ দিনাজপুর। ছেলে বাড়িতে যাওয়ার পথে টোটোর ধাক্কায় মৃত্যু হল এক বয়স্ক মহিলার। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার শুকদেবপুর এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল ভর্তি করা হলে এদিন সকালে তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট মর্গে পাঠিয়ে পুরো ঘটনার শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া পরিবারসহ এলাকা জুড়ে।
গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে টোটোর ধাক্কায় মৃত ওই বয়স্ক মহিলার নাম টুলটুলি রায় বয়স ৬৮বছর।তার বাড়ি গঙ্গারামপুর থানার শুকদেবপুর এলাকায়। শুক্রবার বিকালে এক ছেলের বাড়ি থেকে অন্য ছেলের বাড়িতে যাচ্ছিলেন ওই বয়স্ক মহিলা। সেই সময় রাস্তা পার হবার সময় সুকদেবপুর বিজলী মোড় এলাকায় একটি টোটো ধাক্কা দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে সে গুরুতরভাবে আহত হয়। এলাকার লোকজন ও আত্মীয়-স্বজনতা তাকে মহকুমা হাসপাতালে ভর্তি করলে এদিন সকালে তার সেখানে মৃত্যু হয়।
মৃতের ছেলে জানিয়েছেন, মা দাদা বাড়িতে যাওয়ার পথে সুকদেবপুর বিজলী মোড়ে একটি টোটো ধাক্কা দিলে সে আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। মা এভাবে চলে যাবে ভেবে ভাবতেই পারছিনা।
গঙ্গারামপুর থানার পুলিশ শনিবার মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট মর্গে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
এমন ঘটনায় মৃতের পরিবারসহ এলাকা জুড়ে নেমে এসেছে।