টোটো নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটর বাইকে ধাক্কা আহত মোটরবাইক থাকা দুই আরোহী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০ টা নাগাদ ইংরেজবাজার থানার মহানন্দা পল্লী শিববাড়ি কলোনি এলাকায়।

0
502

মালদা:-টোটো নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটর বাইকে ধাক্কা আহত মোটরবাইক থাকা দুই আরোহী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০ টা নাগাদ ইংরেজবাজার থানার মহানন্দা পল্লী শিববাড়ি কলোনি এলাকায়। মোটর বাইকে থাকা দুই আরোহীর নাম টিটু সিং বয়স ৩০। ও অক্ষয় মন্ডল বয়স ২৬।

তাদের বাড়ি ইংরেজবাজার থানার ঝলঝলিয়া রেল কলোনি এলাকায়। জানাজায় এদিন তারা একই মোটরবাইকে চেপে কোতুয়ালি থেকে বাড়ি ফিরছিলেন। মহানন্দা পল্লী শিববাড়ি কলোনি এলাকায় একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই মোটর বাইকে। তাতে আহত হয় বাইকে থাকা দুজন আরোহী। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের দুজনকে উদ্ধার করে এদিন রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here