একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্যামাপূজ উপলক্ষে দুস্থ মানুষদের মধ্যে নিউমার্কেট তরুণের আহ্বান ক্লাবে বস্ত্রদান করা হলো, উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৩০ অক্টোবর দক্ষিণ দিনাজপুর। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্যামাপূজ উপলক্ষে রাজ্যের মন্ত্রীর ক্লাবে দুস্থদের মধ্যে বস্ত্র দান করা হলো।দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর শহরের নিউমার্কেট এলাকার তরুনের আহ্বান ক্লাবে এমন বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে মন্ত্রী, সভাধিপতি, পৌরসভার চেয়ারম্যান সহ একাধিক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ৭নম্বর ওয়ার্ডের নিউমার্কেট তরুনের আহ্বান ক্লাবটি প্রয়াত স্বাধীনতা সংগ্রামী স্বর্ণকমল মিত্রের হাত ধরে প্রতিষ্ঠিত হয়।এই ক্লাবে সভাপতি রয়েছে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, অন্যতম পদ রয়েছে পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রও, আইনজীবী চিরঞ্জীব মিত্রও সহ আরো অনেকেই।
এবছর সুবর্ণজয়ন্তী বর্ষে শ্যামা পূজা পদার্পণ করেছে তাদের তরুণের আহ্বান ক্লাবটি ।তারা এবার উল্লেখযোগ্য পুজো করে সকলের নজর কেড়েছে। প্রতিমা ও আলোর সজ্জা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজর কেড়েছে সকলের।
শুক্রবার রাতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র দুস্থ মানুষজনদের হাতে বস্ত্র তুলে দেন। বস্ত্র তুলে দেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র , ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, সভাধিপতি লিপিকা রায়, আইনজীবী চিরঞ্জিত মিত্র, ক্লাব সম্পাদক দেব কুমার বাগচী সহ আরো অনেকেই।
এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান তথা ওই ক্লাবের অন্যতম সদস্য প্রশান্ত মিত্র জানিয়েছেন, সারা বছর আমাদের ক্লাবটি মানুষজনদের পাশে থেকে কাজ করে। শ্যামা পূজার মধ্যে দুস্থ মানুষজনদের বস্ত্রদান করা হলো।
ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।