৯৯৫০০ টাকার জাল নোট সহ তিনজনকে গ্রেফতার করলো রাজ্য সরকারের এস টি এফ।

0
262

মালদা:-৯৯৫০০ টাকার জাল নোট সহ তিনজনকে গ্রেফতার করলো রাজ্য সরকারের এস টি এফ। ধৃতদের মধ্যে একজন বিহারের বাসিন্দা ও দুইজন মালদার কালিয়াচকের বাসিন্দা। ধৃতদের এস টি এফ ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এস টি এফ।

            পুলিশ সুত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম রাহুল কুমার(২৬)। বাড়ি বিহারের মোজাফরপুর। বাবুল শেখ(২৮)। বাড়ি মালদার কালিয়াচকের চরবাবুপুর এলাকায়। লালু শেখ(২২)। বাড়ি চরবাবুপুর কালিয়াচক। গভীর রাতে মালদা শহরের রথ বাড়ি এলাকায় থিনজনকে সন্দেহ ভাজন ভাবে ঘুর ছিল। এস টি ঋফ গোপন সুত্রে খবর পেয়ে রথ বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করে। তাদেরকে তল্লাশী চালিয়ে ৯৯৫০০ টাকার ভারতীয় জালনোট উদ্ধার হয়। উদ্ধার হওয়া নোট গুলি সহ ৫০০টাকার নোট। ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুর করবে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here