আদি পুরোহিত সমাজের তরফে গঙ্গারামপুরের ইন্দ্রনারায়নপুর কলোনিতে জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হলো
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৩১ শে অক্টোবর দক্ষিণ দিনাজপুর:আদি পুরোহিত সমাজের তরফে জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়নপুর কলোনিতে পূজার আয়োজন করা হয়। কয়েকদিন ধরে চলবে পূজা ।পূজা উপলক্ষে নরনারায়ন সেবার আয়োজন করা হয়েছে সংগঠনের তরফে।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের আদি পুরোহিত সমাজ বেশ কয়েক বছর ধরেই জগদ্ধাত্রী পূজার আয়োজন করেছে। গঙ্গারামপুরের সমস্ত ব্রাহ্মণ সম্প্রদায় মানুষজনদের নিয়ে এই সংগঠনটি তৈরি হয়েছিল। সংগঠন সূত্রের খবর, এ বছর তারা এই পুজোটি ইন্দ্রনারায়ণপুর কলোনিতে আয়োজন করেছে। সংগঠনের অন্যতম নেতৃত্ব সতদল গোস্বামী, গোপীনাথ চক্রবর্তী, বাবলু ভট্টাচার্য, নারায়ণ চক্রবর্তী, প্রহুল্লাদ আচার্য, গৌতম ভট্টাচার্যের মিলে এমন অনুষ্ঠানের আয়োজন করেছে। ভক্তি নিষ্ঠার পাশাপাশি কয়দিন ধরেই চলবে জগদ্ধাত্রী মায়ের পুজো। সেখানে যেমন ভক্তি নিষ্ঠা ও শ্রদ্ধা রয়েছে, তেমনই সংগঠনের তরফে নর নারায়ন শেবার আয়োজন করা হয়েছে।
আদি পুরোহিত সমাজের অন্যতম নেতা শতদল গোস্বামী জানিয়েছেন, সারা বছর আমরা অন্যের বাড়িতেই পুজো করেই সময় কাটে। তাই কয়েক বছর ধরে আমরা নিজেরাই এমন পুজোর আয়োজন করেছি। আগামী দিনেও করে যাব।
পুরোহিত সমাজের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।