নির্দল হয়ে ভোটে জিতে কোন দিন তৃণমুল ঢুকতে পারবেন না, গঙ্গারামপুরে তৃণমুল কংগ্রেসের সাংসদ তথা ধারন সম্পাদক অভিষেক বঙ্গোপাধ্যায় মন্তব্য করেন

0
411
নির্দল হয়ে ভোটে জিতে কোন দিন তৃণমুল ঢুকতে পারবেন না, গঙ্গারামপুরে তৃণমুল কংগ্রেসের সাংসদ তথা ধারন সম্পাদক অভিষেক বঙ্গোপাধ্যায় মন্তব্য করেন
 গঙ্গারামপুর ৩মে দক্ষিণ দিনাজপুর :-পৌরসভা ভোটে যারা নির্মূল হয়ে ভোটে জিতেছিল তারা অনেক দাদার পা ধরেছে তারা আর পূর্ণবায় দলে ফিরতে পারেনি, এটাই তৃণমুল।সুতরাং আপনি যদি ভাবেন পঞ্চায়েত ভোটে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়ে জিতব আর এই দাদার পা ধরব আর তৃণমুলে ঢুকে যাব। আপনার দজাটা অজীবন চিরজীবনের জন্য বন্ধ হয়ে গেল। এটাই দলীয় শৃঙ্খলা। দলীয় শৃঙ্খলা উদ্ধে কেউ নয়। আমিও না আপনিও না।আপনারা আমরা একটা উদাহরন দিতে পারবেন না যেখানে পৌরসভা ভোটে কোন নির্দল প্রার্থী ভোটে জিতেছে আর তাঁকে তৃণমূল দলে নিয়েছে। আমি দুটি গ্রাম পঞ্চায়েত হারতে রাজী আছি কিন্তু দলীয় শৃঙ্খলার সঙ্গে কোন সমঝোতা করব না। তিনি নিজে বিষয়টি দেখবেন বলে জানালেন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের মিশনমোডের স্টেডিয়ামে নব জোয়ারের ভোটদান পর্ব অনুষ্টান চলাকালীন বক্তব্য দিতে হবে সাংসদ তথা তৃণমুল কংগ্রেসের সাধারন সম্পাদক অভিষেক বন্ধোপাধ্যায় একথা বলেন।
   দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্নপ্রান্তে সাংসদ তথা তৃণমূলের সাধারন সম্পাদক অভিষেক বঙ্গোপাধ্যায়ের মঙ্গলবার ২মে ছিল তৃণমুলে নব জোয়ার নামে কর্মসূচী। কুশমন্ডি থেকে শুরু করে হরিরামপুর বালুরঘাটের খাঁপুর পতিরাম তপনের পাশাপাশি গঙ্গারামপুরে জেলার ৮টি রকের ৬৪টি গ্রাম পঞ্চায়েতের তৃণমুল কংগ্রেসের নেতা ও কুস্তরের কর্মীদের ভোটদানের বিষয়। সমস্ত অনুষ্টান শেষ করে এদিন গঙ্গারামপুর স্টেডিয়ামে তিনি ৯টা নাগাদ প্রবেশ করেন। সেই সময় ৮ টি রক্ষের ৬৪টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন নেতা ও কুণ কর্মীরা ভোটদান করেন।বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের ভোট গ্রহন কেন্দ্রে গোলমাল শুরু হয়ে যায়। পরে তৃণমূল নেতারাই সেই সমস্যা মিটিয়ে নেন।
     রাত্রি ১০টা নাগাদ গঙ্গারামপুর স্টেডিয়ামে ভোটদান অনুষ্ঠানের পাশে তৈরি করা মঞ্চে বক্তব্য দিতে গিয়ে সংসদ তথা তৃণমূলের সাধারন সম্পাদক অভিষেক বঙ্গোপাধ্যায় বলেন, আপনি যদি ভাবেন পঞ্চায়েত ভোটে নির্মূল হয়ে ভোটে দাঁড়িয়ে জিতব আর এই দাদার পা ধরব আর তৃণমুলে ঢুকে যাব। আপনার দজাটা অজীবন, চিরজীবনের জন্য বন্ধ হয়ে গেল। এটাই দলীয় শৃঙ্খলা। এই বিষয়টি তিনি নিজে দেখবেন বলে মন্তব্য করেন।
   রাজনৈতিক মহলের অভিমত, পঞ্চানেত ভোটের আগে অভিষেক বঙ্গোপাধ্যায় দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দেন যে, দল যাকে প্রাণী করবে তাকেই ভোট দিয়ে জয়লাভ করাতে হবে। এখন দেখার এটাই যে,আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমুলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়ের এই হুঁশিয়ারি কতটা কাজে লাগে তাঁর জন্য পঞ্চায়েত ভোট পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here