শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর ৪ মে দক্ষিণ দিনাজপুর:-পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার ধুমশাদীঘি এলাকায়।মৃতের আত্মীয় ও এলাকাবাসীরা গুরুতর আহত অবস্থায় প্রথমে রশিদপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে পুরো ঘটনার তদন্তে নেমেছে।এমন ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
গঙ্গারামপুর থানা পুলিশ জানিয়েছে পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়া ওই ব্যক্তির নাম তরুণ কান্তি ঘোষ (৫৬)বছর । তার বাড়ি বংশীহারী থানার পাথরঘাটা এলাকায়।এদিন সকালে বিশেষ কাজে সে তার বাড়ি পাথরঘাটা থেকে ধুমসাদিঘীর দিকে যাচ্ছিল। সেই সময় একটি গাড়ি সজরে ধাক্কা মারলে সে গুরুতরভাবে আহত হয়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা করা তাকে নিতে বলে ঘোষণা করেন।
মৃতের এক আত্মীয় কান্ত ঘোষ জানিয়েছেন, পথ দুর্ঘটনায় এভাবে উনি চলে যাবেন সেটা ভাবতে পারছি না। হাসপাতালে ভর্তি করা হয়েছিল, চিকিৎসা মৃত বলে ঘোষণা করেছে।
গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্তে নেমেছে ।
ঘটনায় মৃতের পরিবারসহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।