বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গঙ্গারামপুরের ভোজ্য তেল উৎপাদন কারখানায় হানা দিল ইডি ও আয়কর।

0
322
 বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গঙ্গারামপুরের ভোজ্য তেল উৎপাদন কারখানায় হানা দিল ইডি ও আয়কর।
   গঙ্গারামপুর ৩ মে দক্ষিণ দিনাজপুর :- গঙ্গারামপুর থানার নারই এলাকায় অবস্থিত রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ভোজ্য তেল উৎপাদন কারখানা। বুধবার সকালে ইডি ও আয়কর আধিকারিকরা বিধায়ক কৃষ্ণ কল্যাণীর রায়গঞ্জের বাড়িতে হানা দেয়। একই সঙ্গে কৃষ্ণ বাবুর গঙ্গারামপুরের নারই এলাকার ভোজ্য তেল উৎপাদন কারখানাতে হানা দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল সাড়ে আটটা বাজতে তিনটি গাড়ি নিয়ে ইডি ও আয়কর দপ্তরের কর্তারা নারইয়ের তেল উৎপাদন কারখানায় আসেন।প্রথমে কিছু বুঝতে না পারলেও। গাড়ি থেকে কেন্দ্রীয় বাহিনী নামতে বিষয়টি স্পষ্ট হয়। ইডি ও আয়কর কর্তারা  ভোজ্য তেল কারখানা হানা দিয়েছে এমন খবর ছড়িয়ে পড়তে শ্রমিকদের মধ্যে গুঞ্জন ছড়ায়। প্রবেশ দ্বারের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন থাকায় বাইরের কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি। সকালে কারখানার শ্রমিকরা কাজে ঢুকতে পারলে দুপুরের কোনো শ্রমিক ভেতরে ঢুকতে পারেনি। এতে কারখানাতে এদিন কাজ হয়নি বলে শ্রমিকদের দাবি।  বেলা বাড়তে ভোজ্য তেল উৎপাদন কারখানায়  ইডি ও আয়কর দপ্তরের কর্তারা হানা দেবার খবর ছড়িয়ে পড়ায় কর্মীদের মধ্যেও চাঞ্চল্য ছড়ায়। দিন ভর চলে তল্লাশি।
 আরেক শ্রমিক বাবলু মিঁয়া বলেন, প্রতিদিনের মত এদিন দুপুরে আমরা প্রায় ৩০০ জন শ্রমিক তেল উৎপাদন কারখানায় কাজে যোগ দিতে আসি। কারখানার ভেতরে ঢোকার সময় আমাদের ঢুকতে নিষেধ করা হয়। কিন্তু কারণ জানতে পারিনি। শুধু শুনলাম বাইরে থেকে অফিসার এসেছে।
      বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরি বলেন,দুর্নীতিতে যেখানে হচ্ছে সেখানে তদন্ত হচ্ছে।
জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার বলেন,রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী যখন বিজেপিতে ছিলেন সেসময় কোনো ইডি বা আয়কর তল্লাশি হয় হল। বিজেপি ছেড়ে কৃষ্ণ বাবু তৃণমূলে যোগ দিতে ইডি ও আয়কর তল্লাশি হচ্ছে। এতে বোঝা যাচ্ছে বিজেপি প্রতি হিংসা রাজনীতি করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here