মালদা- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মোসমপুর এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক নাবালকের। জানা গেছে মৃত ওই নাবালকের নাম আসাদুল্লা শেখ। বয়স 13 বছর। পরিবার সূত্রে জানা যায় এদিন বাড়ির পাশে বসে ছিল ওই নাবালক। ঠিক সেই সময় বেপরোয়া একটি ট্রাক্টর তাকে পিষে দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা ওই নাবালককে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।