মুখ্যমন্ত্রীর মালদা সফরের মধ্যেই অভিষেক ব্যানার্জীর কনভয় আটকে বিক্ষোভ। প্রধান, উপপ্রধান এবং ব্লক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের।

0
182

মালদা:-মুখ্যমন্ত্রীর মালদা সফরের মধ্যেই অভিষেক ব্যানার্জীর কনভয় আটকে বিক্ষোভ। প্রধান, উপপ্রধান এবং ব্লক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার বিনোদপুর অঞ্চলের সাতটারি এলাকায়।

অভিষেকের কোনভয় আটকে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানালেন গ্রামবাসীরা। জানা যায় বৃহস্পতিবার দুপুরে ইংলিশ বাজার ব্লকের সাতটারি এলাকা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় মোথাবাড়িতে জনসভার উদ্দেশ্য যাচ্ছিলো। ঠিক সেই সময় সাতটারি এলাকায় অভিষেকের কোনভয় আটকে ব্লক তৃণমূল সভাপতি এবং পঞ্চায়েতের প্রধান, উপ প্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। পাশাপাশি সমস্ত বিষয় মৌখিক ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জানান গ্রামবাসীরা। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকা জুড়ে। শেষমেষ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়ে স্বাভাবিক হয় পরিস্থিতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here