জমি বিবাদ কে কেন্দ্র করে নিজের দুই ভাই ও বাবা কে ধারাল অস্ত্র দিয়ে মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে

0
357

ইসলামপুর

পারিবারিক জমি বিবাদ কে কেন্দ্র করে নিজের দুই ভাই ও বাবা কে ধারাল অস্ত্র দিয়ে মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে।। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গচিগছ এলাকায়।। জানা গিয়েছে পানাবুল এর তিন ছেলে সামাদ আলম, জাহির আলম ও মনসুর,, তিন ছেলে জমি ভাগ করে দেন বাবা পানাবুল।। আজ সেই জমি ভাগাভাগি নিয়ে বিবাদ শুরু হয় বাবা ও দুই ভাইয়ের সাথে মনসুর এর। সেই বিবাদ চলাকালীন আচমকা মনসুর ধারাল অস্ত্র দিয়ে তার বাবা ও দুই ভাইয়ের উপর চোড়াও হয়।। এরপর একের পর এক ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তিনজনকে বলে অভিযোগ । ঘটনায় গুরুতর জখম হন বাবা পানাবুল ও তার দুই ভাই।। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ।। তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here