ইসলামপুর
পারিবারিক জমি বিবাদ কে কেন্দ্র করে নিজের দুই ভাই ও বাবা কে ধারাল অস্ত্র দিয়ে মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে।। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গচিগছ এলাকায়।। জানা গিয়েছে পানাবুল এর তিন ছেলে সামাদ আলম, জাহির আলম ও মনসুর,, তিন ছেলে জমি ভাগ করে দেন বাবা পানাবুল।। আজ সেই জমি ভাগাভাগি নিয়ে বিবাদ শুরু হয় বাবা ও দুই ভাইয়ের সাথে মনসুর এর। সেই বিবাদ চলাকালীন আচমকা মনসুর ধারাল অস্ত্র দিয়ে তার বাবা ও দুই ভাইয়ের উপর চোড়াও হয়।। এরপর একের পর এক ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তিনজনকে বলে অভিযোগ । ঘটনায় গুরুতর জখম হন বাবা পানাবুল ও তার দুই ভাই।। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ।। তদন্ত শুরু করেছে পুলিশ।