গঙ্গা ভাঙ্গনের স্থায়ী সমাধান সহ একাধিক বিষয় নিয়ে অনুষ্ঠিত হলো এক সেমিনার

0
150

মালদা: গঙ্গা ভাঙ্গনের স্থায়ী সমাধান সহ একাধিক বিষয় নিয়ে অনুষ্ঠিত হলো এক সেমিনার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া।
গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান, চর সমস্যা, মৎস্যজীবীদের নানা সমস্যা সহ একাধিক বিষয় নিয়ে অনুষ্ঠিত হলো এক সেমিনার। গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় সেমিনার। মালদার কালিয়াচক, মানিকচক সহ ভাঙ্গন কবলিত এলাকার মানুষরা মিছিল করে এই মর্মে মালদা টাউন হলে এসে জমায়েত হন। এরপর অনুষ্ঠিত হয় সেমিনার। উপস্থিত ছিলেন, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এর সভাপতি উজ্জ্বল সাহা সহ গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্যরা। এই বিষয়ে জেলাশাসক জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জেলা প্রশাসন ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের পাশে রয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় বর্ষা শুরুর আগেই ভাঙ্গন রোধের কাজ শুরু হয়েছে। অন্যদিকে এই বিষয়ে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, মুখ্যমন্ত্রী মালদা সফরে এসে গঙ্গার ভাঙ্গন নিয়ে বলেছিলেন। কেন্দ্রীয় সরকার কোনো টাকা না দেওয়া সত্ত্বেও প্রায় হাজার কোটি টাকা গঙ্গা ভাঙ্গনে দিয়েছে রাজ্য সরকার। আমাদের সরকার গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি গঙ্গা ভাঙ্গনে যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসন দেওয়ার চেষ্টাও শুরু করেছে জেলা প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বলে জানান উজ্জ্বল বাবু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here